Sandip Ghosh-RG Kar Case: ভয়ঙ্কর! সন্দীপ ঘোষ 'ব্যক্তিগত দেহরক্ষী'কে কী এমন দিয়েছিলেন? জেনে গেল সিবিআই
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Sandip Ghosh-RG Kar Case: সিবিআই সূত্রে খবর, আইনের তোয়াক্কা না করেই আরজি করে কফি শপ খোলার অনুমতি দিয়েছিলেন আফসারকে।
কলকাতা: আরজি কর দুর্নীতি কাণ্ডে নয়া মোড়। নিয়ম ভেঙে অফেরত যোগ্য টাকা ফেরত দিয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআই তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। চুক্তিতে থাকা অফেরত যোগ্য ১ লক্ষ টাকা নিয়ম ভেঙে ফেরত দিয়েছিলেন সন্দীপ ঘোষ। কাকে দিয়েছিলেন সেই টাকা? সিবিআই সূত্রে খবর, অফেরত যোগ্য টাকা ফেরত দিয়েছিলেন তার অ্যাডিশনাল সিকিউরিটি শেখ আফসার আলিকে।
সিবিআই সূত্রে খবর, আইনের তোয়াক্কা না করেই আরজি করে কফি শপ খোলার অনুমতি দিয়েছিলেন আফসারকে। কোনও টেন্ডার প্রক্রিয়া হয়নি বলে আদালতে জমা করা নথিতে জানিয়েছে সিবিআই। তাতে উল্লেখ রয়েছে, এহশান ক্যাফের খাতায় কলমে মালিক আফসারের স্ত্রী। তার সঙ্গে চুক্তি হয়েছিল আরজি করের।
advertisement
advertisement
এদিকে, সিবিআই-এর স্ক্যানারে এবার স্বাস্থ্য দফতর ‘ঘনিষ্ঠ’ তিন চিকিৎসক ৷ আরজি করের অস্থায়ী কর্মী নিয়োগে স্বাস্থ্য দফতরের ঘনিষ্ঠ হওয়ায় সব রকম ভাবে সন্দীপ ঘোষকে মদতের অভিযোগ উঠেছে ওই তিন চিকিৎসকের বিরুদ্ধে ৷
সিবিআই সূত্রের দাবি, এই অস্থায়ী কর্মী নিয়োগ ঘিরে আরজি করের অন্দরে প্রতিবাদ হলে ওই তিন চিকিৎসকের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল প্রতিবাদীদের ৷ সন্দীপ হেফাজতে থাকাকালীন তাই ওই তিন চিকিৎসকের এবার বয়ান রেকর্ড করতে চাইছে সিবিআই ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2024 2:17 PM IST