Anubrata Mondal: হঠাৎ কমে গেল বালির দাম, অনুব্রতর গ্রেফতারির পরই কেন সস্তা! জোর চর্চা শুরু

Last Updated:

ট্রাক চালকরা বলছেন, গত কয়েকদিনে এই তোলাবাজির অত্যাচার অনেকটাই কমেছে৷

সস্তা হল বালির দাম৷
সস্তা হল বালির দাম৷
#কলকাতা:  যাঁরা বাড়ি তৈরি বা নির্মাণ কাজ করছেন, তাঁদের জন্য সুখবর৷ এক ধাক্কায় অনেকটাই কমে গেল বালির দাম৷ বীরভূম, বর্ধমানে যে বালিঘাট গুলি রয়েছে, সেখানে বালি তোলার খরচ কমার ফলে ট্রাক পিছু বালির দাম কমেছে বলে জানা যাচ্ছে৷ ঘটনাচক্রে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরেই এই দাম কমেছে৷
বীরভূম, পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে অসংখ্য বালি ঘাট৷ অজয়, কাঁসাই, কংসাবতীর মতো নদ- নদীগুলির বুক থেকেই বালি তোলা হয়৷ সূত্রের খবর, এতদিন এই সমস্ত বালিঘাটে ২৫০ স্কয়ার ফুট বালি তোলার খরচ পড়ত ১০,৫০০ টাকা মতো৷ অভিযোগ, এই বালি ঘাটগুলি থেকে নিয়মিত তোলা আদায় করা হয়৷ সেই বাবদ প্রতি ২৫০ স্কয়ার ফুট বালি বাবদ আরও ২০০০ টাকা করে নিয়ে নিতেন বালিঘাটগুলির মালিকরা৷ এর সঙ্গে বর্ধমান, বীরভূম থেকে কলকাতা আসার পথে লরিগুলি থেকে নানা অজুহাতে টাকা আদায় করা হত বলে অভিযোগ৷
advertisement
advertisement
ট্রাক চালকরা বলছেন, গত কয়েকদিনে এই তোলাবাজির অত্যাচার অনেকটাই কমেছে৷ পুলিশের বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ তুলছেন না ট্রাক চালক এবং মালিকরা৷ বালিঘাট গুলিতেও ২৫০ স্কয়ার ফুট বালির দাম পড়ছে ৮০০০ টাকা৷ আগে যা পড়ত সবমিলিয়ে প্রায় সাড়ে ১২ হাজার টাকা৷ এক সঙ্গে যুক্ত হচ্ছে পরিবহণ খরচ৷ ফলে আগে যেখানে কলকাতায় ২৫০ স্কয়ার ফুট বালির দাম পড়ত ২৬ থেকে ২৭ হাজার টাকা, এখন তা কমে দাঁড়িয়েছে ১৮ হাজারের আশেপাশে৷
advertisement
বীরভূম জুড়ে অনুব্রত মণ্ডল এবং তাঁর অনুগামীদের দাপটের কথা কারও অজানা নয়৷ নিন্দুকরা বলেন, অনুব্রতর ইশারা ছাড়া বীরভূমে গাছের পাতাও নড়ে না৷ তাই অনুব্রতকে সিবিআই গ্রেফতার করার পর পরই বালির দাম সস্তা হওয়া নিতান্ত কাকতালীয় না কি দু'টি বিষয়ের মধ্যে যোগ রয়েছে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ব্যবসায়ী এবং লরি মালিক ও চালকদের মধ্যে৷
advertisement
এতদিন বালি বহনকারী লরিগুলিকে রীতিমতো মান্থলি কার্ড রাখতে হত৷ যাতায়াতের পথে লরিগুলি ঠিক ভাবে তোলার টাকা মেটাচ্ছে কি না, এই কার্ডে রীতিমতো তার হিসেব রাখা হত৷ সেই উপদ্রবও এখন কমেছে বলে দাবি লরি চালকদের৷ সবমিলেয়ে বালির ক্রেতারা যেমন দাম কমায় খুশি, েসরকমই জুলুমবাজি কমায় খুশি লরি মালিক এবং চালকরাও৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: হঠাৎ কমে গেল বালির দাম, অনুব্রতর গ্রেফতারির পরই কেন সস্তা! জোর চর্চা শুরু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement