Anubrata Mondal: এবার অনুব্রতর মেয়েকে জেরা, দু' একদিনের মধ্যেই বোলপুরের বাড়িতে যেতে পারে সিবিআই
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পরই তাঁর সম্পত্তির খতিয়ান নিতে শুরু করে সিবিআই৷
#কলকাতা: সম্ভাবনা ছিলই, এবার বোলপুরে গিয়ে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে জেরা করতে চলেছে সিবিআই৷ দু' একদিনের মধ্যেই সুকন্যা মণ্ডলকে জেরা করতে বোলপুরে পৌঁছতে পারে ইডি৷
গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পরই তাঁর সম্পত্তির খতিয়ান নিতে শুরু করে সিবিআই৷ আর তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য৷ দেখা যায়, অনুব্রতর মেেয় তো বটেই, তাঁর আত্মীয়, এমন িক বাড়ির কর্মী, গাড়ির চালক, আত্মীয়দের নামেও বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে৷ এই সমস্ত সম্পত্তির পিছনেও আসলে গরু পাচারের টাকাই লাগানো হয়েছে বলে ধারণা সিবিআই-এর৷
advertisement
advertisement
সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যেই অনুব্রতর মেয়ের নামে অন্তত রাইস মিল সহ অন্যান্য সম্পত্তির খোঁজ মিলেছে৷ এই রাইস মিলের ব্যালেন্স শিটেও গরমিল রয়েছে বলে মনে করছে সিবিআই৷ এই সম্পত্তি সংক্রান্ত তথ্য জানতেই সুকন্যা মণ্ডলকে জেরা করতে চান সিবিআই কর্তারা৷
advertisement
অনুব্রত মণ্ডল এখনও পর্যন্ত সিবিআই-এর তদন্তে অসহযোগিতা করছেন বলেই খবর৷ জেরায় তিনি মুখও খুলছেন না বলে দাবি সিবিআই সূত্রের৷ আগামী ২০ অগাস্ট ফের অনুব্রতকে আদালতে পেশ করার কথা৷
অনুব্রতকে গ্রেফতার পর সিবিআই যদি তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না করতে পারে, সেক্ষেত্রে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জামিন পাওয়ার সম্ভাবনাও বাড়বে৷ তাই যে কোনও মূল্যে গরু পাচার কাণ্ডে আরও তথ্য হােত পেতে চান সিবিআই কর্তারা৷ তাই সুকন্যা মণ্ডলের নামেও এত সম্পত্তির আর্থিক উৎস কী, তাও জানতে চায় সিবিআই৷ অনুব্রত মণ্ডলের বাড়ির কর্মী, আত্মীয়দেরও ভবিষ্যতে জেরা করা হতে পারে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 16, 2022 3:09 PM IST