Samik Bhattacharya: ‘...তাহলে কি রসগোল্লার কারখানা থাকবে?’ পাটুলি বিস্ফোরণ কাণ্ডে শমীকের নিশানায় তৃণমূল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
পাটুলির বোমা কাণ্ডে ঠিক এই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র তথা বিজেপির রাজ্যসভার সাংসদ শামীক ভট্টাচার্য।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘তৃণমূলের পার্টি অফিস কিংবা থানার পাশে বোমা পাওয়া যাবে না তো কি রসগোল্লার কারখানা থাকবে?’’ পাটুলির বোমা কাণ্ডে ঠিক এই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র তথা বিজেপির রাজ্যসভার সাংসদ শামীক ভট্টাচার্য।
পাশাপাশি শাসক দলের কাউন্সিলরের পার্টি অফিস ও থানার কাছেই বোমায় কিশোরের আহত হওয়ার ঘটনায় শমীক ভট্টাচার্য এও বলেন, ‘‘তৃণমূল এইসব নিয়েই থাকে, এইসব নিয়েই থাকুক। শাসক দলের নেতার বিরুদ্ধে যত দুর্নীতির অভিযোগ হবে ততই তাঁর পদোন্নতি হবে। আশীর্বাদের বর্ষণ হবে তৃণমূল কংগ্রেসের হাই কমান্ডের তরফে। শাসক দলের বিধায়ক, নেতা, সমাজবিরোধী পুলিশ, মন্ত্রী সব এখন মিলেমিশে একাকার হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের মতো আচরণ করছে না। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক কোনও দল কিনা সেটাই এখন বড় প্রশ্ন।’’
advertisement
advertisement
প্রসঙ্গত, শুক্রবার পাটুলিতে খেলার মাঠে বোমা বিস্ফোরণের জেরে আহত হয় এক কিশোর ৷ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷ ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) বিদিশা কলিতা দাশগুপ্ত ৷
advertisement
জানা যায়, এ দিন বেলা সাড়ে এগারোটা নাগাদ কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডে পাটুলির মাঠে খেলছিল কয়েকজন কিশোর৷ খেলতে খেলতে বল হারিয়ে গেলে খুঁজতে যায় দু’জন ৷ তখনই কাগজে মোড়া একটি জিনিস দেখে নবম শ্রেণির ছাত্র জনৈক এক কিশোর সেটি খুলে দেখতে যায়৷ তখনই ওই কাগজের ভিতরে থাকা বোমাটিতে বিস্ফোরণ ঘটে ৷ বোমা বিস্ফোরণের জোরাল শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা ৷ ছুটে আসেন আশপাশের মানুষ৷ দেখা যায়, বোমা বিস্ফোরণের জেরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই কিশোর ৷ হাতে, নাকে, পায়ে আঘাত লাগে তার ৷ এই ঘটনাকে কেন্দ্র করেই এখন রাজনৈতিক তরজা তুঙ্গে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2024 8:27 AM IST