Mamata Banerjee on Sahid Diwas: 'সব জেলাকে অ্যালার্ট করছি', ২১ জুলাইয়ের আগেই বড় বার্তা তৃণমূল নেত্রী মমতার
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
একেবারে ঘরোয়া মেজাজেই মা-মাটি-মানুষকে বৃহস্পতিবার ধর্মতলায় যোগদানের আহ্বান জানালেন তৃণমূল নেত্রী মমতা। (Mamata Banerjee on Sahid Diwas)
#কলকাতা: ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের জোরদার প্রস্তুতি শুরু হয়েছে প্রায় এক মাস আগে থেকেই। রাত পোহালেই ঐতিহাসিক সেই সমাবেশ হবে কলকাতার ধর্মতলায়। তার আগেই দলের নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে একেবারে ঘরোয়া মেজাজেই মা-মাটি-মানুষকে বৃহস্পতিবার ধর্মতলায় যোগদানের আহ্বান জানালেন তৃণমূল নেত্রী মমতা। (Mamata Banerjee on Sahid Diwas)
এদিন ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'সবাইকে আবেদন করছি আসুন। সব রাজনৈতিক দলকে আবেদন করছি আসুন। প্রত্যক্ষ করুন ২১ জুলাই। আগামিকাল ২১ জুলাই। এই দিনটি আমাদের কাছে অত্যন্ত স্মরণীয় দিন। এটা একটা ঐতিহাসিক দিন। এই দিনটির সাথে আমাদের আবেগ জড়িয়ে আছে। আমরা শহিদ তর্পণ করি।
যদিও এই সময়টা আবহাওয়া ভালো থাকে না। তবুও লাখো লাখো মানুষ আমাদের এই সমাবেশে আসেন।'
advertisement
advertisement
আরও পড়ুন: শহিদ দিবসে বিপুল জনসমাগমের অপেক্ষা, এখন থেকেই প্রস্তুতি তুঙ্গে তৃণমূলের
তৃণমূল নেত্রীর আহ্বান, 'আমাদের ২১ জুলাই প্রোগ্রামে সবাইকে করি আহ্বান। সবাইকে আবেদন করব যারা পারবেন আসুন। ফিজিক্যালি আসুন। যারা পারবেন না তারা টিভিতে বা আমাদের পেজে দেখবেন। সবাইকে বলব প্রশাসনের সাথে সহযোগিতা করুন। জেলাগুলিকে সহযোগিতা করুন। গাড়িতে যারা আসবেন তারা তাড়াহুড়ো করবেন না, হুড়োহুড়ি করবেন না। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে৷ মানুষকে সাহায্য করতে সব জেলাকে অ্যালার্ট করছি। সব রাজনৈতিক দল, সব মানুষকে বলব আসুন ২১ জুলাইকে প্রত্যক্ষ করুন। ২১ মানেই আন্দোলন, ২১ মানেই ভাষা, ২১ মানেই দিশা।'
advertisement
আরও পড়ুন: শহিদ দিবসে বড় পরিকল্পনা তৃণমূলের, ধর্মতলা ভরিয়ে দিতে অস্ত্র 'বাংলার মেয়ে'রা!
গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। করোনার কারণে গত দু'বছর ভার্চুয়ালি শহিদ দিবস পালন করেছিল দল। এবার ধর্মতলায় আরও বহু মানুষের বেশি ভিড়ের আশায় তৃণমূল কংগ্রেস। চলতি বছরে সংক্রমণ এখনও পর্যন্ত আয়ত্তে থাকায়, বিশাল জনসমাগমের সঙ্গে শহিদ দিবস পালনের পরিকল্পনা করেছে ঘাসফুল শিবির। স্বাভাবিকভাবেই রাজ্যের বিভিন্ন জায়গার ছোট থেকে বড় তৃণমূলের নেতা-নেত্রীরা শহিদ দিবসের প্রস্তুতি সভার আয়োজন করেছেন। চলছে পথসভা, মিছিল, দেওয়াল লিখন, কর্মিসভা। দলে দলে দলের নেতা-কর্মীদের লক্ষ্য এখন ধর্মতলা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 20, 2022 2:06 PM IST