হোম /খবর /কলকাতা /
বিধায়ক হিসাবে শপথের দিনেই বিতর্ক, বাইরনকে গ্রেফতারের দাবি কুণালের‍, কিন্তু কেন?

Bairon Biswas | Kunal Ghosh: বিধায়ক হিসাবে বাইরন বিশ্বাসের শপথগ্রহণের দিনই তাঁকে গ্রেফতার করার দাবি কুণালের‍, কিন্তু কেন?

মলয় ঘটকের ইডি তলব প্রসঙ্গেও এদিন মন্তব্য করেন কুণাল। তাঁর মন্তব্য, "২৯ মার্চ মমতা-অভিষেক সভা, আর ওই দিনেই রাজ্যের এক মন্ত্রীকে ইডি ডাকছে, শুনলাম। কেন ডাকা হচ্ছে, যে কেউ বুঝতে পারবে।"

  • Share this:

কলকাতা: সাগরদিঘিতে কংগ্রেসের হয়ে শাসকদল তৃণমূলকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন। বুধবার রাজ্য বিধানসভায় বিধায়ক পদে শপথ নিলেন বাইরন বিশ্বাস। কিন্তু, শপথগ্রহণের দিনও পিছু ছাড়ল না বিতর্ক। এদিন তাঁর শপথের আগেই নিজের বাসভবনে একটি সাংবাদিক বৈঠক ডেকেছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। সেই সাংবাদিক বৈঠকে কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাসকে গ্রেফতার করার দাবি তুললেন তৃণমূল নেতা। কিন্তু, কেন?

তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, ধুলিয়ান ব্লকের তৃণমূলনেতা সঞ্জয় জৈনকে ফোন করে নাকি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন বাইরন বিশ্বাস। শুধু তাই নয়, ওই তৃণমূল নেতার মা বোন তুলে গালিগালাজ করা হয়েছে এবং তা করেছেন সাগরদিঘির সদ্য নির্বাচিত এই বিধায়ক। এমনটাই অভিযোগ করেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, "প্রশাসনের উচিত বাইরন বিশ্বাসকে অবিলম্বে গ্রেফতার করা। এভাবে কোনও ব্যক্তিকে হুমকি দেওয়ার জন্য তো বটেই। মহিলাদের অসম্মান করার জন্য পুলিশ প্রশাসনের তাঁকে জামিন অযোগ্য ধারায় (৫০৫ এবং ৫০৬/বি) গ্রেফতার করা উচিত।"

আরও পড়ুন: কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের সিনেমায় ডেবিউ! করেছেন শর্টফিল্মও, কোনপথে টলিউডে অয়ন শীলের বান্ধবী শ্বেতা চক্রবর্তী?

আরও পড়ুন: গাজোলে স্কুলে ঢুকে ছাত্রীকে গণধর্ষণ! প্রশ্নের মুখে বিদ্যালয়ের পরিকাঠামো, তুঙ্গে রাজনৈতিক তরজা

এরপরেই কংগ্রেস নেতা অধীর বিশ্বাসকে উদ্দেশ্য করে কুণালের মন্তব্য, "অধীর চৌধুরী, আপনি কি বাইরনের এই বক্তব্য সমর্থন করেন? সাগরদিঘির মানুষকে বলব, দেখুন মহিলাদের বিরুদ্ধে কী ভাষা প্রয়োগ করছেন। যদি অধীর এবং বামেরা বাইরনের নিন্দা না করেন তাহলে বুঝব, আপনারা বাইরনের কথা সমর্থন করেন।"

সম্প্রতি একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে। ভাইরাল হওয়া সেই অডিয়োটি শুনিয়েই কুণাল বাইরনের গ্রেফতারির দাবি তোলেন। যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি News18 bangla।

মলয় ঘটকের ইডি তলব প্রসঙ্গেও এদিন মন্তব্য করেন কুণাল। তাঁর মন্তব্য, "২৯ মার্চ মমতা-অভিষেক সভা, আর ওই দিনেই রাজ্যের এক মন্ত্রীকে ইডি ডাকছে, শুনলাম। কেন ডাকা হচ্ছে, যে কেউ বুঝতে পারবে।"

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Kunal Ghosh, Sagardighi By Election