Rowing Competition: কলকাতায় বন্ধ অনুশীলন, প্রতিকূলতা পেরিয়ে ডাল লেকের প্রতিযোগিতার ফাইনালে বাংলার রোয়িং টিম 

Last Updated:

Rowing Competition: ইন্টার স্টেট চ্যালেঞ্জার্স এবং সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ফাইনালে উঠল বাংলার রোয়িং টিম ।

শ্রীনগরের ডাল লেকে প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে ফাইনালে উঠল বাংলার রোয়িং টিম
শ্রীনগরের ডাল লেকে প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে ফাইনালে উঠল বাংলার রোয়িং টিম
কলকাতা : দুর্ঘটনার জেরে টানা এক মাস ধরে রোয়িং অনুশীলন বন্ধ কলকাতায় । তা সত্ত্বেও শ্রীনগরের ডাল লেকে প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে ফাইনালে উঠল বাংলার রোয়িং টিম । ইন্টার স্টেট চ্যালেঞ্জার্স এবং সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ফাইনালে উঠল বাংলার রোয়িং টিম ।
রবীন্দ্র সরোবরে কালবৈশাখীর তাণ্ডবে মৃত্যু হয়েছিল দুই ছাত্রের । নিরাপত্তাজনিত কারণে গত মাসের ২১  তারিখ থেকে টানা বন্ধ রয়েছে কলকাতার রোয়িং ক্লাবগুলোতে প্রশিক্ষণ, অনুশীলন । বাংলার বাইরে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার ঠিক আগেই বিপর্যয় । শ্রীনগরের ডাল লেকের প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে কোনও রকম অনুশীলন করতে পারেননি কলকাতা তথা বাংলা থেকে অংশগ্রহণকারীরা । এর পর সব প্রতিকূলতা পেরিয়েই অভাবনীয় সাফল্য । সব রাজ্যকে পেছনে ফেলে বাংলা ফাইনালে ।
advertisement
ক্যালকাটা রোয়িং ক্লাবের সম্পাদক চন্দন রায়চৌধুরী বলেন, ‘‘ রবীন্দ্র সরোবরের রোয়িং  বিপর্যয়ের পর থেকে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে আমাদের ছেলেমেয়েরা প্র্যাকটিস করতে পারছে না । তাঁদের ভবিষ্যৎ কী হবে? টানা এক মাস প্রাকটিস করতে না পেরেও ওরা যে সত্যিই চ্যাম্পিয়ন্স, তা আবার প্রমাণ করল । আমরা আশাবাদী জাতীয় স্তরে বাংলার মুখ উজ্জ্বল করবে কলকাতা । বাংলা থেকে যে রোয়িং  প্রতিনিধিদল গিয়েছে শ্রীনগরে প্রত্যেকেই আমাদের কাছে গর্ব ।’’
advertisement
advertisement
আরও পড়ুন : নতুন মাছের ঝাঁক বাজারে ঢুকতেই কমেছে দাম, এ বার ইলিশেই মজবে রবিবাসরীয় ভোজ?
৯২ বছরের ইতিহাসে কলকাতার কোনও রোয়িং ক্লাবে এই ধরনের দুর্ঘটনা প্রথম ।  প্রসঙ্গত,  রবীন্দ্র সরোবরে রোয়িংয়ের  সময় কালবৈশাখীর তাণ্ডবে প্রাণ হারায় দুই ছাত্র ৷ মর্মান্তিক এই ঘটনা ঘটার পরই রবীন্দ্র সরোবরে রোয়িং নিয়ে কড়া গাইডলাইন কার্যকর হওয়ার পথে । তবে  দিন ক্ষণ এখনও চূড়ান্ত নয় । প্রশাসনের তরফে স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে যে, যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে তা অক্ষরে অক্ষরে মানতে হবে ক্লাবগুলোকে।
advertisement
আরও পড়ুন : মেধার ভিত্তিতে নিয়োগের পর শিক্ষকের সাম্মানিক ১৫০০! স্কুলের বিজ্ঞপ্তিতে আলোড়ন সোশ্যাল মিডিয়ায়
কলকাতার রোয়িং  ক্লাবগুলোর তৎপরতার মাঝেই এল ফাইনালে ওঠার সুখবর । শহরের রোয়িং ক্লাব কর্তা চন্দন রায়চৌধুরীর কথায়, ‘‘সেদিনের ঘটনা দুর্ঘটনা মাত্র । আমরা প্রত্যেকের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে নজর রাখি । আগামী দিনেও প্রশাসন যে গাইডলাইন দিয়েছে, তা মেনে চলা হবে । কলকাতার রোয়িং ঐতিহ্য অটুট রাখতে আমরা বদ্ধপরিকর।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rowing Competition: কলকাতায় বন্ধ অনুশীলন, প্রতিকূলতা পেরিয়ে ডাল লেকের প্রতিযোগিতার ফাইনালে বাংলার রোয়িং টিম 
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement