Ultadanga Robbery: উল্টোডাঙায় ভয়াবহ ডাকাতি! সোনা-হিরের গয়না মিলিয়ে কোটি টাকার লুঠপাট ব্যবসায়ীর বাড়িতে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ultadanga Robbery:দরজা ভেঙে গ্রিল কেটে লুঠপাট চালানো হয় এক ব্যবসায়ীর বাড়িতে।
কলকাতা: রোমহর্ষক ডাকাতির ঘটনা ঘিরে চাঞ্চল্য উল্টোডাঙায়। কলকাতা শহরের অন্যতম প্রাণচঞ্চল তথা কর্মব্যস্ত এই এলাকায় নগদ কোটি টাকা ডাকাতি করা হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে দরজা ভেঙে গ্রিল কেটে লুঠপাট চালানো হয় এক ব্যবসায়ীর বাড়িতে। পরিবারের অভিযোগ, খোয়া গিয়েছে সোনা ও হিরের গয়না। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
প্রসঙ্গত গত মাসে আরও একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট এলাকায়। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছিল গড়িয়াহাটের একটি বুটিকে। দোকানের মালিক অভিযোগ করেন, দোকান থেকে ২০ লক্ষ টাকা চুরি হয়েছে। পুলিশের তদন্তে জানা যায়, ডাকাতি ঘটিয়েছে এমন কোনও ব্যক্তি, যিনি দোকানের খুঁটিনাটি জানতেন। ডাকাতেরা দোকানের সিসি ক্যামেরা বন্ধ করে এয়ার-কন্ডিশনার ইউনিট খুলে টাকা নিয়ে যায়।
advertisement
আরও পড়ুন : রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বুধে পাড়ি মহাকাশে! মাইলফলকের পথে বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা
তদন্তে প্রধান সন্দেহভাজন হিসেবে উঠে আসে রাহুল শীলের নাম, যিনি দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের বাসিন্দা।রাহুল প্রায় এক মাস ধরে আত্মগোপনে ছিল এবং তার ফোন বন্ধ ছিল। ১৮ মে ভোররাত দেড়টা নাগাদ পুলিশ তাকে গ্রেফতার করে। আলিপুর আদালতে হাজির করা হয় এবং ২৭ মে পর্যন্ত পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ দেওয়া হয়। অন্য জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 10, 2025 11:40 AM IST