BJP Protest on RG Kar: আরজি কর কাণ্ড নিয়ে ঝাঁঝ বাড়াতে মরিয়া বিজেপি! আজ থেকে ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ বেঁধে ধরনা
- Reported by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
প্রসঙ্গত, আরজি কর ইস্যুতে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে পদ্ম শিবির। শ্যামবাজারের পর আজ, বৃহস্পতিবার থেকে ফের টানা আন্দোলনে নামছে তারা। গত বুধবারই সাংবাদিক বৈঠকে এবিষয়ে আদালতের অনুমতি পাওয়ার কথা জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷
কলকাতা: প্রথমে ছাত্রসমাজের ডাকা নবান্ন অভিযান, তারপরে রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বনধ৷ তবে আরজি কর ইস্যুকে এর পরেও জিইয়ে রাখতে চাইছে বঙ্গ বিজেপি৷ শ্যামবাজারের পরে আজ, বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী ধর্মতলায় ধরনা অবস্থান কর্মসূচি বঙ্গ বিজেপির।
প্রসঙ্গত, আরজি কর ইস্যুতে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে পদ্ম শিবির। শ্যামবাজারের পর আজ, বৃহস্পতিবার থেকে ফের টানা আন্দোলনে নামছে তারা। গত বুধবারই সাংবাদিক বৈঠকে এবিষয়ে আদালতের অনুমতি পাওয়ার কথা জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷
আরও পড়ুন: কেন্দ্রে গঠন হয়নি কোনও সংসদীয় কমিটি, স্ক্রুটিনি ছাড়াই হচ্ছে বিল পাশ! এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল
ধর্মতলায় সপ্তাহব্যাপী ধরনা অবস্থান কর্মসূচির পাশাপাশি একগুচ্ছ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরমধ্যে রয়েছে আগামিকাল, শুক্রবার ৩০ অগাস্ট রাজ্য মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচি। আগামী ২ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ডিএম অফিস ঘেরাও, ৪ তারিখ সমস্ত বিডিও অফিস এবং ৬ সেপ্টেম্বর কলকাতা সহ রাজ্যজুড়ে এক ঘণ্টার চাক্কা জ্যাম কর্মসূচি।
advertisement
advertisement
আরও পড়ুন: হুঁশিয়ারির পাল্টা হুঙ্কার! বিধানসভা অধিবেশন ইস্যুতে ফের মমতার সঙ্গে সংঘাতে শুভেন্দু
প্রসঙ্গত, আজ, বৃহস্পতিবার থেকে ফের ধরনা কর্মসূচি শুরু করতে চলেছে রাজ্য বিজেপি৷ ধর্মতলায় বিজেপিকে ধরনার অনুমতি ইতিমধ্যেই দিয়েছে হাইকোর্ট৷ ৫ সেপ্টেম্বর পর্যন্ত ধরনার অনুমতি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই ধরনা৷ ধরনায় এক হাজারের বেশি জমায়েত করা যাবে না-ও বলে জানানো হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Aug 29, 2024 12:07 PM IST








