হাসপাতাল থেকে ছাড়া পেলেন আরজি করের নির্যাতিতার মা! আশঙ্কা নেই, আপাতত স্থিতিশীল... জানালেন বাবা

Last Updated:

প্রসঙ্গত, নবান্ন অভিযানে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনায় আরজি করের নির্যাতিতার মায়ের কপাল ও পিঠে আঘাত লেগেছে বলে অভিযোগ ওঠে শনিবার।

News18
News18
কলকাতা: শনিবার আরজি কর কাণ্ডের এক বছরের মাথায় মেয়ের নারকীয় হত্যাকাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছিলেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। নির্যাতিতার মা জানান, তাঁর কপাল এবং পিঠে আঘাত লেগেছে। নির্যাতিতার মাকে ডিসচার্জ করা হয়েছে। নির্যাতিতার বাবা জানান, ‘এখন ঠিক আছেন তিনি। আপাতত স্থিতিশীল। তবে ডাক্তার বলেছেন কয়েকদিন পর ফের একবার কোনও নিউরো চিকিৎসকের পরামর্শ নিতে। আপাতত এখন আমরা বাড়ি যাচ্ছি।’
তিনি জানান, গতকাল আমার স্ত্রীর উপর লাঠিচার্জের ঘটনায় যদি সিপি দুঃখ প্রকাশ করে থাকেন তাহলে বলব একই তৎপরতা নিয়ে আমার মেয়ের বিচার চাই। পাশাপাশি এও জানান, গতকাল কৌস্তুভ বাগচী কিংবা কেউই আমাদেরকে সামনে এগিয়ে দেয়নি ঠেলে দেননি। গতকাল অভয়া মঞ্চের তরফ থেকে আমার স্ত্রীকে দেখতে এসেছিলেন কয়েকজন। আজ সকালে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকেও দেখতে এসেছিলেন। যোগাযোগ হয়েছে সকলের সঙ্গে যোগাযোগ আছে।
advertisement
প্রসঙ্গত, নবান্ন অভিযানে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনায় আরজি করের নির্যাতিতার মায়ের কপাল ও পিঠে আঘাত লেগেছে বলে অভিযোগ ওঠে শনিবার। ঘটনার পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, পুলিশ নির্যাতিতার মাকে মারধর করেছে এবং নির্যাতিতার বাবাকেও ধাক্কা দিয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাসপাতাল থেকে ছাড়া পেলেন আরজি করের নির্যাতিতার মা! আশঙ্কা নেই, আপাতত স্থিতিশীল... জানালেন বাবা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement