RG Kar Hospital: চিকিৎসা না করে টিকিট আনতে বলার অভিযোগ, আরজি কর হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে উত্তেজনা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
আরজি কর হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে উত্তেজনা। ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু হয় হসপাতালে
কলকাতা: আরজি কর হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে উত্তেজনা। ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু হয় হসপাতালে। সিভিক ভলান্টিয়ারের উপর ক্ষোভ পরিবারের। চিকিৎসা না করে টিকিট আনতে বলার অভিযোগ। মৃতের পরিবারের অভিযোগ, সিভিকের জন্য চিকিৎসা শুরুতে দেরি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বাঁধে।
গত বছর সেপ্টেম্বর মাসেও আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ‘বিনা চিকিত্সা’য় এক যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে। হুগলির কোন্নগরে বাইক দুর্ঘটনার কবলে পড়েন বছর ২৪-এর এক যুবক। দুই পায়ের উপর দিয়ে চলে যায় লরি! গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় শ্রীরামপুরের হাসপাতালে। সেখান থেকে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়। আহত যুবককে নিয়ে আরজি কর হাসপাতালে পৌঁছন পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, একবার আউটডোর, একবার এমারজেন্সি বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয় যুবককে। কিন্তু ভর্তি করা হয়নি হাসপাতালে। সকাল ৯ থেকে বেলা ১২ টা পর্যন্ত পায়ে ব্যান্ডেজ বেঁধে ফেলা রাখা হয়েছিল। কোনও চিকিত্সা হয়নি। পরিবারের সদস্যরা এও জানান, আরজি কর হাসপাতালের তরফে তাঁদের জানানো হয়, পর্যাপ্ত ডাক্তার নেই। রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু ততক্ষণে প্রবল রক্তক্ষরণে ঝিমিয়ে পড়েছেন যুবক। শেষপর্যন্ত বেলা ১২টা নাগাদ মৃত্যু হয় তাঁর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2025 9:11 AM IST