RG Kar High Court: সকাল ৯:৩০ থেকে কী হয়েছিল...? আদালতে উঠল মিনিট ধরে 'সিডিউল'! হাইকোর্টে আরজি কর কাণ্ডের 'কেস ডায়েরি'

Last Updated:

RG Kar High Court:দুপুর একটার মধ্যে আরজি কর কাণ্ডে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ পালন করেছে রাজ্যে। আর তাতেই আদালতে উঠে এসেছে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু সংক্রান্ত একাধিক তথ্য।

হাইকোর্টে আরজি কর কাণ্ডের কেস ডায়েরি
হাইকোর্টে আরজি কর কাণ্ডের কেস ডায়েরি
কলকাতা: দুপুর একটার মধ্যে আরজি কর কাণ্ডে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ পালন করেছে রাজ্যে। আর তাতেই আদালতে উঠে এসেছে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু সংক্রান্ত একাধিক তথ্য।
গত শুক্রবার ঘটনার দিন কলকাতা পুলিশ যে তদন্ত করেছে আদালতে নির্দেশে তার সবিস্তার বিবরণ আদালতে জমা দিয়েছেন রাজ্যের আইনজীবী। পাশাপাশি ওই দিন মৃত ছাত্রীর বাবা-মাকে তিন ঘণ্টা অপেক্ষা করানোর যে অভিযোগ উঠেছে, তা অস্বীকার করেছে রাজ্য।
ঘটনার দিন সকাল থেকে মিনিট ধরে সিডিউল তুলে ধরা হয় আদালতে। রাজ্যের আইনজীবীর তরফে জানানো হয় থানায় সকাল ৯:৩০ ফোন করা হয়। পরে আরজি কর হাসপাতালের অ্যাসিস্টান্ট সুপার ফোন করেন ২ বার। টালা হাসপাতাল ফাঁড়িতে সকাল ১০:১০ খবর আসে। টালা থানা জানতে পারে ১০:৩০। আইসি জানায় ডেপুটি কমিশনার-সহ শীর্ষ অফিসারদের। ১১টা নাগাদ হোমিসাইড টিম পৌঁছয় হাসপাতালে। ১৫০ জন চিকিৎসকেরা জমায়েত হয় হাসপাতালে।”
advertisement
advertisement
রাজ্যের তরফে আরও জানায় হয়, সোদপুর থেকে নিহত চিকিৎসকের অভিভাবকরা আসে দুপুর ১টায়। পৌঁছয় ফরেনসিক টিম। জানা যায় সেমিনার রুমের ঘটনা। তখন ফরেনসিক টিম সেমিনার রুমে কাজ করছিল। শীর্ষ আধিকারিকদের জানানো হয়। ১০ মিনিটের মধ্যে ভিড় সামলে অভিভাবকদের নিয়ে যাওয়া হয় সেমিনার হলে। সেখানে চেয়ার দেওয়া হয় বসতে। তখন ফরেনসিক চলছিল। তবে দেহ দেখতে দেওয়ার জন্য তাঁদের ৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বলে মৃতার বাবা-মায়ের তরফে যে অভিযোগ তোলা হয়েছে তা অস্বীকার করেছেন রাজ্যের আইনজীবী।
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar High Court: সকাল ৯:৩০ থেকে কী হয়েছিল...? আদালতে উঠল মিনিট ধরে 'সিডিউল'! হাইকোর্টে আরজি কর কাণ্ডের 'কেস ডায়েরি'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement