RG Kar High Court: সকাল ৯:৩০ থেকে কী হয়েছিল...? আদালতে উঠল মিনিট ধরে 'সিডিউল'! হাইকোর্টে আরজি কর কাণ্ডের 'কেস ডায়েরি'
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
RG Kar High Court:দুপুর একটার মধ্যে আরজি কর কাণ্ডে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ পালন করেছে রাজ্যে। আর তাতেই আদালতে উঠে এসেছে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু সংক্রান্ত একাধিক তথ্য।
কলকাতা: দুপুর একটার মধ্যে আরজি কর কাণ্ডে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ পালন করেছে রাজ্যে। আর তাতেই আদালতে উঠে এসেছে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু সংক্রান্ত একাধিক তথ্য।
গত শুক্রবার ঘটনার দিন কলকাতা পুলিশ যে তদন্ত করেছে আদালতে নির্দেশে তার সবিস্তার বিবরণ আদালতে জমা দিয়েছেন রাজ্যের আইনজীবী। পাশাপাশি ওই দিন মৃত ছাত্রীর বাবা-মাকে তিন ঘণ্টা অপেক্ষা করানোর যে অভিযোগ উঠেছে, তা অস্বীকার করেছে রাজ্য।
ঘটনার দিন সকাল থেকে মিনিট ধরে সিডিউল তুলে ধরা হয় আদালতে। রাজ্যের আইনজীবীর তরফে জানানো হয় থানায় সকাল ৯:৩০ ফোন করা হয়। পরে আরজি কর হাসপাতালের অ্যাসিস্টান্ট সুপার ফোন করেন ২ বার। টালা হাসপাতাল ফাঁড়িতে সকাল ১০:১০ খবর আসে। টালা থানা জানতে পারে ১০:৩০। আইসি জানায় ডেপুটি কমিশনার-সহ শীর্ষ অফিসারদের। ১১টা নাগাদ হোমিসাইড টিম পৌঁছয় হাসপাতালে। ১৫০ জন চিকিৎসকেরা জমায়েত হয় হাসপাতালে।”
advertisement
advertisement
রাজ্যের তরফে আরও জানায় হয়, সোদপুর থেকে নিহত চিকিৎসকের অভিভাবকরা আসে দুপুর ১টায়। পৌঁছয় ফরেনসিক টিম। জানা যায় সেমিনার রুমের ঘটনা। তখন ফরেনসিক টিম সেমিনার রুমে কাজ করছিল। শীর্ষ আধিকারিকদের জানানো হয়। ১০ মিনিটের মধ্যে ভিড় সামলে অভিভাবকদের নিয়ে যাওয়া হয় সেমিনার হলে। সেখানে চেয়ার দেওয়া হয় বসতে। তখন ফরেনসিক চলছিল। তবে দেহ দেখতে দেওয়ার জন্য তাঁদের ৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বলে মৃতার বাবা-মায়ের তরফে যে অভিযোগ তোলা হয়েছে তা অস্বীকার করেছেন রাজ্যের আইনজীবী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 13, 2024 3:24 PM IST