RG Kar Doctor Murder Case CBI: ওই রাতে হাসপাতালে ঠিক কী হয়েছিল? নিহত ডাক্তারের সঙ্গে ডিনার করা ৪ জনের গোপন জবানবন্দি CBI-এর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Arpita Hazra
Last Updated:
RG Kar Doctor Murder Case CBI: শিয়ালদহ কোর্টে আবেদন করতে চলেছে সিবিআই। বৃহস্পতিবারই গোপন জবানবন্দির সম্ভাবনা রয়েছে।
কলকাতা: আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার গোপন জবানবন্দির আবেদন করতে চলেছে সিবিআই। কাদের গোপন জবানবন্দি নিতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? সিবিআই সূত্রে খবর, চার জুনিয়র ডাক্তারের গোপন জবানবন্দি করতে উদ্যোগ নিতে চায় সিবিআই। আদালতে সিবিআইয়ের আবেদন গৃহীত হয়েছে। আদালত অনুমতি দিয়েছে
শিয়ালদহ কোর্টে আবেদন করতে চলেছে সিবিআই। বৃহস্পতিবারই গোপন জবানবন্দির সম্ভাবনা রয়েছে। সিবিআই সূত্রে খবর, যে চার জন পড়ুয়া ডাক্তার ৮ অগাস্ট রাতে নির্যাতিতা ডাক্তারের সঙ্গে ডিনার করেছিলেন তাঁদের গোপন জবানবন্দি নিতে চায় সিবিআইয়ের গোয়েন্দারা।
আরও পড়ুন: আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয়ের সঙ্গে কী সম্পর্ক ‘দৌড়বাজ’ ASI অনুপের? পরিবার-প্রতিবেশীর দাবি শুনলে চমকে যাবেন!
জানা যাচ্ছে, যে চার জন সেই রাতে ছিলেন তাঁদের মধ্যে একজন হাউজস্টাফ আর বাকি তিন জন চিকিৎসক। তাঁদের আগে লালবাজারে ডেকেছিল কলকাতা পুলিশ। ঘটনার পর পরই সেদিন রাতে নির্যাতিতা ও তাঁদের ঠিক কী কথা হয়েছিল, কোনও রকমে অস্বাভাবিকত্ব সেদিন রাতে তাঁরা দেখেছিলেন কিনা, তা জানতে চাওয়া হয়েছিল। এবার সিবিআইয়ের তদন্তকারীরা ওই চার জনেরই গোপন জবানবন্দি নিতে চায়।
advertisement
advertisement
ইতিমধ্যেই তদন্তকারীরা অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে। ধৃত সঞ্জয় রাইকে জেরা করে পুলিশের হাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কিন্তু দাবি উঠতে শুরু করেছে, আরজি কর হাসপাতালে নির্যাতিতাতে ধর্ষণ ও খুনে এক জন নয়, একাধিক জন জড়িত।
advertisement
অর্পিতা হাজরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2024 3:06 PM IST