RG Kar Case Verdict Sanjay Roy Life Imprisonment আমৃত্যু কারাবাসের শাস্তি, কেন ফাঁসি হল না সঞ্জয় রাইয়ের? জানলে ঘুম উড়ে যাবে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
RG Kar Case Verdict Sanjay Roy Life Imprisonment: কেন ফাঁসির সাজা হল না সঞ্জয় রাইয়ের? সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে জানান সিবিআইয়ের আইনজীবী। জানুন কারণ...
কলকাতা: আরজি কর মামলায় দোষী সাব্য়স্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাস। আরজি করের ধর্ষণ ও খুনের মামলা বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে আদালতে সওয়াল করে সিবিআই। যদিও তদন্ত প্রমাণের সাপেক্ষে আদালত এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম মান্যতা দেয়নি আদালত।
কেন ফাঁসির সাজা হল না সঞ্জয় রাইয়ের? সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে জানান সিবিআইয়ের আইনজীবী। এদিকে সঞ্জয়ের আইনজীবী সেঁজুতি চক্রবর্তী জানান, বিরলের মধ্যে বিরলতম অপরাধ ধরে নিলেও মৃত্যুদণ্ডের বিধানের ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণ দেওয়ার কথা বলা হয়েছে আইনে।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা? বাংলাদেশে হচ্ছে কী! ভারতকে এত বড় হুঁশিয়ারি?
সঞ্জয়ের আইনজীবী এদিন আদালতে সওয়াল করেন, প্রমাণ সংক্রান্ত আবেদন আগেও জানানো হয়েছে। প্রথমেই মৃত্যুদণ্ড নয়, সংশোধনের সুযোগ দিতে হবে। যেক্ষেত্রে সংশোধনের সুযোগ নেই, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড হতে পারে। সুপ্রিম কোর্টও কোনও কোনও ক্ষেত্রে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখলেও কোনও কোনও ক্ষেত্রে তা খারিজ করেছে বলে জানান বিচারক।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ফাঁসি দিল না কেন? ফাঁসি দিলে মনটাকে সান্ত্বনা দিতে পারতাম’, আরজি কর-কাণ্ডে বললেন মুখ্যমন্ত্রী
শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাসের নির্দেশ, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে সঞ্জয় রাইকে। কেন ফাঁসি দেওয়া হল না? তার কারণও ব্যাখ্যা করেন তিনি। সব শুনে বিচারক জানিয়ে দেন, আরজি কর কাণ্ড বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে তিনি মনে করছেন না। আর তাই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারক সঞ্জয়কে উদ্দেশ্য করে বলেন, “আমৃত্যু কারাবাসে থাকতে হবে আপনাকে।” এর পাশাপাশি তদন্তের ফাঁক ও ফাঁসির পক্ষে সওয়ালে জোরদার প্রমাণের অভাবও কি রয়েছে? উঠছে প্রশ্ন।
advertisement
অর্ণব হাজরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2025 8:07 PM IST