RG Kar Case: আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয়ের আজ পলিগ্রাফ টেস্ট! ফাঁস হবে বড় রহস‍্য?

Last Updated:

RG Kar Case: আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছিল সিবিআই। সেই কারণে তদন্তকারী আধিকারিকরা শিয়ালদহ কোর্টের দারস্থও হন। নিয়ম অনুসারে, আদালতের অনুমতি নিয়ে এই টেস্ট করতে হয়।

সঞ্জয়ের আজ পলিগ্রাফ টেস্ট!
সঞ্জয়ের আজ পলিগ্রাফ টেস্ট!
কলকাতাঃ আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছিল সিবিআই। সেই কারণে তদন্তকারী আধিকারিকরা শিয়ালদহ কোর্টের দারস্থও হন। নিয়ম অনুসারে, আদালতের অনুমতি নিয়ে এই টেস্ট করতে হয়। সেই প্রক্রিয়া শুরু করল সিবিআই। অনুমতি পাওয়ার পর মঙ্গলবার বেলা ১১টায় পলিগ্রাফ টেস্টের জন‍্য সঞ্জয় রাইকে কোর্টে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনঃ ‘আমাদের নিরাপত্তার দায় কার?’ মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান,সিজিও কমপ্লেক্সে জমায়েত আন্দোলনকারী চিকিৎসকদের
এদিকে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি বলে সিবিআই সূত্রে খবর। আর সেই কারণেই তাঁরও পলিগ্রাফ টেস্ট করার সিদ্ধান্ত নিতে পারে সিবিআই। প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফি টেস্টের জন‍্য কোর্টে অনুমতি চাওয়া হয়েছে। এখনও বেশ কিছু তথ্য অধরা, সেই কারণেই এই সিদ্ধান্ত। সিবিআই সূত্রে খবর, এ বিষয়ে প্রথমে বৈঠক করবে কেন্দ্রীয় তদন্তকারী দল, তারপরেই পরবর্তী পদক্ষেপ নিতে পারে সিবিআই সূত্রে এমনটাই খবর।
advertisement
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দীপ ঘোষের বয়ান অনুসারে একাধিক তথ্যে অসঙ্গতি। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে সমস্ত তথ্য বা বয়ান রেকর্ড করা হয়েছিল, সেই বয়ানের সঙ্গে সন্দীপ ঘোষের যে বয়ান নেওয়া হয়েছিল, তার তথ্যে অমিল রয়েছে। নতুন করে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য বা বয়ান রেকর্ড করেছে সিবিআই। সেই সমস্ত বয়ান রেকর্ড করার জন্যই সোদপুরের নির্যাতিতার বাড়িতে সোমবার যায় সিবিআই টিম।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Case: আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয়ের আজ পলিগ্রাফ টেস্ট! ফাঁস হবে বড় রহস‍্য?
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement