RG kar Case: 'আমাদের নিরাপত্তার দায় কার?' মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান,সিজিও কমপ্লেক্সে জমায়েত আন্দোলনকারী চিকিৎসকদের

Last Updated:

গত ৯ অগাস্ট সকালে আরজি কর হাসপাতালে জরুরি বিভাগের চারতলার সেমিনার হলে উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ । অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। এই নৃশংস, নারকীয় ঘটনার বিচার চেয়ে, দোষীদের শাস্তির দাবিতে আরজি কর হাসপাতালে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা

RG Kar Medical College
RG Kar Medical College
কলকাতা: গত ৯ অগাস্ট সকালে আরজি কর হাসপাতালে জরুরি বিভাগের চারতলার সেমিনার হলে উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ । অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। এই নৃশংস, নারকীয় ঘটনার বিচার চেয়ে, দোষীদের শাস্তির দাবিতে আরজি কর হাসপাতালে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা! আজ, সোমবার, আন্দোলনের ১১ তম দিন। আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, ” আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে, কিন্তু আমাদের কোন-ও দাবিই পূরণ হয়নি।”
সাংবাদিক সম্মেলনে আন্দোলনকারী চিকিৎসকরা জানান,” রাত দখলের দিন দুষ্কৃতীরা আরজি কর হাসপাতালে হামলা চালায়। চিকিৎসকদের নাম ধরে ধরে মারতে যায়। প্রমাণ লোপাটের জন্যই তারা এসেছিল।” জুনিয়র চিকিৎদের প্রশ্ন, ”আমাদের নিরাপত্তার দায় কার? বর্তমান প্রিন্সিপাল পুলিশের মত দায় ঝেড়ে ফেলেছেন। প্রিন্সিপাল আমাদের বলেন, তিনি নাকি হাসপাতালে নিরাপদ নন, স্বাস্থ্য ভবন থেকে কাজ চালাবেন। এটা হতে পারে না! প্রিন্সিপাল-ই যখন নিরাপদ বোধ করছেন না, আমরা নিরাপত্তা কীভাবে পাব?”
advertisement
মঙ্গলবার সকাল ১১টায় স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সিজিও কমপ্লেক্সের সামনে জমায়েত করা হবে। তাঁদের কথায়, ” ফুটবল প্রেমীদের জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা রইল।” পাশাপাশি,তাঁদের উষ্মা, ” রাত্তিরের সাথী একটা মধ্যযুগীয় সিদ্ধান্ত। মেয়েদের ঘরে আটকে রাখার এই রক্ষণশীল নিয়ম আমরা মানছি না। যেখানে রক্ষক আমাদের নিরাপত্তা দিতেই ব্যর্থ, সেখানে আমরা কীভাবে কাজে ফিরব? যতদিন না আমরা ক্ষিণতম সুরক্ষার আশ্বাস পাচ্ছি,ততদিন আমরা কাজে ফিরতে পারছি না।”
advertisement
advertisement
ইতিমধ্যে সামনে এসেছে চিকিৎসক পড়ুয়ার দেহের ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট। শ্বাসরোধ করেই খুন করা হয়েছিল আরজি করের নির্যাতিতা মহিলা চিকিৎসককে৷ ওই চিকিৎসককে যে যৌন নির্যাতন করা হয়েছিল, ময়নাতদন্তে তারও প্রমাণ মিলেছে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নির্যাতিতার শরীরে প্রচুর আঘাতে চিহ্ন রয়েছে৷ নির্যাতিতার ঠোঁট, মাথা, নাক, চিবুক, গলা, বাঁদিকের ঘাড়, বাঁ হাত, গোড়ালিতেও আঘাতের চিহ্ন মিলেছে৷ তাছাড়াও নির্যাতিতার যৌনাঙ্গের ভিতরেও আঘাতের চিহ্ন মিলেছে৷ নির্যাতিতার ফুসফুস এবং শরীরে ভিতরে অন্যান্য অংশেও রক্ত জমাট বেঁধে থাকার প্রমাণ মিলেছে৷
advertisement
সোমবার-ই কেন্দ্রীয় তদন্তকারী দলে যোগ দিয়েছেন সিবিআই অফিসার সীমা পাহুজা। তিনি এর আগে উত্তরপ্রদেশের হাথরস ধর্ষণকাণ্ডের তদন্ত করেছিলেন। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সোমবার তাঁকে চতুর্থ বারের জন্য ডেকে পাঠানো হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। যদিও এখন-ও পর্যন্ত সিবিআইকাউকে গ্রেফতার করেনি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG kar Case: 'আমাদের নিরাপত্তার দায় কার?' মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান,সিজিও কমপ্লেক্সে জমায়েত আন্দোলনকারী চিকিৎসকদের
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement