রেড রোডে পথ দুর্ঘটনা, উল্টে গেল ঘোড়ার গাড়ি, আহত ৪
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ঘড়িতে তখন ১২টা বেজে ১৫ মিনিট। ঘোড়ার গাড়ি তখন রেড রোডে। হঠাৎই, পিছন থেকে বেপরোয়া গাড়ির জোরাল ধাক্কা।
#কলকাতা: রেড রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘোড়ার গাড়িতে ধাক্কা মারল বেপরোয়া গাড়ি। ঘোড়ার গাড়িতে থাকা তিনজন ছিটকে পড়েন রাস্তায়। গুরুতর আহত তিনজনকে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয় রেড রোডে। কিছুক্ষণের জন্য থমকে যায় যান চলাচল।
শীতের মরসুমে জব্বলপুর থেকে কলকাতায় বেড়াতে এসেছেন। বুধের সকালে আরাম করে ভিক্টোরিয়ার সামনে ঘুড়ার গাড়িতে চড়ে ঘুরে দেখছিলেন ময়দান চত্বর। কে জানত, এমন সকালেও কোনও বড় ধরনের বিপত্তি বাঁধবে।
আরও পড়ুন: করোনা বিধি না মানলে বন্ধ ভারত জোড়ো যাত্রা! রাহুল গান্ধিকে চিঠি স্বাস্থ্য় মন্ত্রী মাণ্ডব্য়র
advertisement
advertisement
ঘড়িতে তখন ১২টা বেজে ১৫ মিনিট। ঘোড়ার গাড়ি তখন রেড রোডে। হঠাৎই, পিছন থেকে বেপরোয়া গাড়ির জোরাল ধাক্কা। ছিটকে রাস্তায় পড়ে যান ঘোড়ারগাড়িতে থাকা তিনজন। আহত ঘোড়ারগাড়ির চালকও। ঘটনায় গাড়ির চালক সৌরভ তিওয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2022 1:56 PM IST