Recruitment Scam: এক ক্লাব থেকেই যাবতীয় টাকা লেনদেন! প্রাথমিক দুর্নীতিতে বিস্ফোরক তথ্য জানাল ইডি
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Recruitment Scam: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা এজলাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে ফের রিপোর্ট জমা দেয় সিবিআই।
কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্য জানাল ইডি। নিয়োগ দুর্নীতিতে এবার ক্লাবের যোগ নিয়ে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ইডির দাবি, একটি ক্লাব থেকে টাকার লেনদেন করতেন মানিক ভট্টাচার্যর ছেলে শৌভিক ভট্টাচার্য। একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও সরাসরি যোগ রয়েছে শৌভিকের, এমনই দাবি ইডির।
যদিও শৌভিক ভট্টাচার্যের দাবি, ইডির তথ্য অযৌক্তিক। সোমবার হলফনামা দিয়ে জানাবে শৌভিক। সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে।
advertisement
এদিকে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দিন কয়েক আগেই আদালতে রিপোর্ট পেশ করেছে সিবিআই। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট পেশ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সূত্রেই সিবিআই-কে হাইকোর্ট প্রশ্ন করেছিল, তদন্তে অগ্রগতি কোথায়? সত্য খুঁজতে আর কতদিন সময় লাগবে? কত দ্রুত তদন্ত শেষ করতে পারবেন?
advertisement
এরপর গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা এজলাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে ফের রিপোর্ট জমা দেয় সিবিআই। সেখানে সিবিআইয়ের আইনজীবী বলেন, নিয়োগ দুর্নীতির বিস্তার যেন আমেরিকার টুইন টাওয়ারের মতো। একটি স্তম্ভ যদি স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি হয়, অন্যটি প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বক্তব্য শুনে বিচারপতি সিনহা পুরসভা নিয়োগের দুর্নীতির অভিযোগের প্রসঙ্গও তোলেন। তার পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের আইনজীবী বলেন, ”পুর নিয়োগ দুর্নীতিকে বুর্জ খলিফা বললেও ভুল হবে না।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 15, 2023 12:48 PM IST