Recruitment Scam: নিয়োগ মামলায় তৎপর সিবিআই, বিধায়ক তাপস সাহাকে নিজামে তলব! আরও ৩৭ কারা? দেখুন তালিকা

Last Updated:

Recruitment Scam: ডাকা হবে আরও ৩৭ জনকে। এই সাঁইত্রিশ জনের তালিকার মধ্যে ১১ জন শিক্ষক, ২ জন অশিক্ষক ও বাকি বেশ কিছু জন অন্যান্য কর্মী রয়েছেন বলেই সিবিআই সূত্রে খবর।

বিধায়ক তাপস সাহাকে নিজামে তলব
বিধায়ক তাপস সাহাকে নিজামে তলব
কলকাতা : ফের নিয়োগ দুর্নীতি মামলায় সক্রিয় সিবিআই। ডাকা হল বিধায়ক তাপস সাহাকে। সূত্রের খবর, চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমান টাকা তোলার অভিযোগে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব করা হয়েছে নিজামে। নোটিশ অনুসারে তিনি নিজামে হাজির হন শুক্রবার। এই তদন্তে সোমবার থেকে সাঁইত্রিশ জন শিক্ষক ও আশিক্ষক কর্মীদের ধাপে ধাপে ডাকা হবে বলেও সিবিআই সূত্রে খবর।
প্রসঙ্গত, এর আগেও সিবিআই তলব করেছিল তাপস সাহাকে। সিবিআই সূত্রে খবর, তাঁকে সিবিআই তলব করায় শুক্রবার তাপস সাহা হাজির হন সিবিআই দফতরে। এর আগেও সিবিআই এই মামলায় তাপস সাহাকে তলব করেছিল। তাপস সাহার বাড়িতে ও পরিচিতদের বাড়িতে তল্লাশি চলে। সেই মামলাতেই ফের তলব করা হল তাপস সাহাকে। বৃহস্পতিবার এই মামলায় তাপস ঘনিষ্ঠ তিন জনকে তলব করেছিল সিবিআই। তাঁদের বয়ানও রেকর্ড করে সিবিআই। এবার তাপসের সঙ্গে ওই বয়ান মিলিয়ে দেখা হবে বলে সিবিআই সূত্রে খবর।
advertisement
advertisement
বিভিন্ন সরকারি পদে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ ওঠে। এর আগে স্টেট এন্ট্রি দুর্নীতি শাখা তাঁকে তলব করে। সেই মামলা এরপর হাইকোর্টে যায়। তদন্ত শুরু করে সিবিআই। সেই মামলায় শুক্রবার হাজিরা দিলেন তাপস সাহা। এদিন তাঁর ঘনিষ্ঠর সঙ্গে তিনি পৌঁছন নিজাম প্যালেসে।
advertisement
পাশাপাশি, নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার থেকে শিক্ষক, অশিক্ষক কর্মী-সহ সাঁইত্রিশ জনকে তলব করা হবে নিজামে, সিবিআই সূত্রে খবর। ওয়াকিবহাল মহলের মতে, নিয়োগ দুর্নীতিতে কী শিক্ষক ও অশিক্ষক কর্মীদের যোগ রয়েছে? রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতিতে কি শিক্ষকদেরও র‍্যাকেট চলত? অযোগ্য চাকরিপ্রার্থীদের সিবিআই জিজ্ঞাসাবাদে উঠে এল শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নাম।
advertisement
কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, অযোগ্য চাকরিপ্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে ৩৭ জনের নাম পাওয়া গিয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন স্কুলে কর্মরত ১১ জন শিক্ষক ও ২ জন অশিক্ষক কর্মীর নাম রয়েছে। অযোগ্যদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ায় কী ভূমিকা ছিল শিক্ষক ও অশিক্ষক কর্মীদের? সরাসরি টাকার লেনদেনেও কি যুক্ত ছিলেন তাঁরা? জানতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সিবিআই সূত্রের খবর, সোমবার থেকে শিক্ষক, অশিক্ষক কর্মী-সহ ৩৭ জনকে তলব করা হবে।
advertisement
অর্পিতা হাজরা
বাংলা খবর/ খবর/কলকাতা/
Recruitment Scam: নিয়োগ মামলায় তৎপর সিবিআই, বিধায়ক তাপস সাহাকে নিজামে তলব! আরও ৩৭ কারা? দেখুন তালিকা
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement