• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • স্নাতক হলেই মিলবে সুযোগ, রাজ্য সরকারের এই দফতরে বিপুল কর্মী নিয়োগ

স্নাতক হলেই মিলবে সুযোগ, রাজ্য সরকারের এই দফতরে বিপুল কর্মী নিয়োগ

স্নাতক হলেই মিলবে সুযোগ, রাজ্য সরকারের এই দফতরে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত

স্নাতক হলেই মিলবে সুযোগ, রাজ্য সরকারের এই দফতরে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত

স্নাতক হলেই মিলবে সুযোগ, রাজ্য সরকারের এই দফতরে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত

 • Share this:

  #কলকাতা: প্রতিশ্রুতি মতোই রাজ্যে বিভিন্ন দফতরে শূন্যপদে নিয়োগের জন্য একের পর এক বিজ্ঞপ্তি প্রকাশ করছে রাজ্য সরকার ৷ পশ্চিমবঙ্গ পরিবহন দফতরের শূন্যপদে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন।

  বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য অনুযায়ী পরিবহন দফতরে ৬৬ জন মোটর ভেহিক্যাল ইনস্পেক্টর (নন টেকনিক্যাল) কর্মী নিয়োগ করা হবে ৷ এই শূন্যপদে আবেদনের জন্য যোগ্যতা মান প্রয়োজন তা হল,

  শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন শাখায় স্নাতক চাকরিপ্রার্থীরাই এই শূন্য পদে আবেদন করতে পারবেন ৷

  বয়স- ১ জানুয়ারি ২০১৮-তে বয়স হতে হবে ১৮-৩৯ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নির্ধারিত ছাড় পাবেন ৷

  আবেদনের সময়সীমা- আবেদনের শেষ তারিখ ৬ অগাস্ট ২০১৮ ৷

  পরীক্ষার ফি- আবেদনের জন্য প্রার্থীদের দিতে হবে ১৬০ টাকা ৷ তপশিলি জাতি/উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কোনও টাকা লাগবে না ৷

  এছাড়া এই পদের জন্য নির্দিষ্ট শারীরিক কিছু মাপের কথাও বলা হয়েছে ৷

  আরও পড়ুন 

  নিয়োগের দাবিতে এবার থালা বাজিয়ে প্রতিবাদ বিক্ষোভ হবু শিক্ষকদের

  এই পদের মূল বেতন ৭,১০০ থেকে ৩৭,৬০০ টাকা । গ্রেড পে- ৩,৯০০ টাকা, এছাড়া অন্যান্য ভাতাও রয়েছে।

  এই পদে নিয়োগ সংক্রান্ত আরও তথ্য জানতে পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি নম্বর- ২১/২০১৮ দেখুন ৷ অথবা লগ ইন করতে করুন www.pscwbapplication.in এবং www.pscwbonline.gov.in ৷

  আরও পড়ুন 

  রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রীর উপহার বাংলাশ্রী এক্সপ্রেস, ২০টি রুটে চালু ননস্টপ এসি ভলভো বাস

  First published: