Ration Scam: ৫৮টা ফিক্সড ডিপোজিটে গড়ে ৫ লাখ টাকা, এবার হিসেব করুন তো! কোটি কোটি টাকা নিয়ে বিপাকে জ্যোতিপ্রিয়র স্ত্রী ও মেয়ে
- Written by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
গত মঙ্গলবারই রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কলকাতার নগর দায়রা আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। ইডি সূত্রে খবর, চার্জশিটে জ্যোতিপ্রিয়, বাকিবুর ছাড়াও রয়েছে তাঁদের নামে থাকা ১০টি ভুয়ো সংস্থার নাম। এই সংস্থাগুলির মাধ্যমে দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর।
কলকাতা: একটা, দু’টো নয়৷ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও কন্যার নামে এবার খোঁজ মিলল মোট ৫৮টি ফিক্সড ডিপোজিটের৷ যদিও কাগজে কলমে এগুলিকে টার্মড ডিপোজিট বলে উল্লেখ করেছে ইডি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, রেশন দুর্নীতি থেকে আসা বিপুল টাকা সরাতেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা রূপে একে একে এই ৫৮টি ফিক্সড ডিপোজিট করা হয়েছিল৷ এখন, জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই সেগুলি করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখছে ইডি৷
জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের স্তরী মণিদীপা মল্লিক ও মেয়ে প্রিয়দর্শিনীর নামে ওই ৫৮টি টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খোলা হয়েছিল৷ এই প্রত্যেকটি অ্যাকাউন্টে গড়ে ৫ লক্ষ টাকা করে রয়েছে৷ মোট টাকার পরিমাণ ২ কোটি ৮৯ লক্ষ ১ হাজার ৪৭৮ টাকা৷ এই অ্যাকাউন্টগুলিকে বাজেয়াপ্ত করা শুরু করেছেন তদন্তকারীরা৷
আরও পড়ুন: ডেরেক ও’ব্রায়েনকে বের করে দিলেন জগদীপ ধনখড়! রাজ্যসভা থেকে বরখাস্ত তৃণমূল সাংসদ, হঠাৎ কেন সাসপেন্ড?
গত মঙ্গলবারই রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কলকাতার নগর দায়রা আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। ইডি সূত্রে খবর, চার্জশিটে জ্যোতিপ্রিয়, বাকিবুর ছাড়াও রয়েছে তাঁদের নামে থাকা ১০টি ভুয়ো সংস্থার নাম। এই সংস্থাগুলির মাধ্যমে দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর।
advertisement
advertisement
আরও পড়ুন: বর্ধমান ‘অমৃত ভারত’ স্টেশনে ভয়ঙ্কর দুর্ঘটনা! ৩ জনের মৃত্যু! কেমন আছেন আহতরা?
চার্জশিটে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়েরও নাম উল্লেখ করা হয়েছে৷ যদিও অভিযুক্ত হিসাবে তাঁদের নাম রাখা হয়নি। ইডির দাবি, রেশন দুর্নীতি থেকে পাওয়া কালো টাকা সাদা করার জন্য তিনটি শেল কোম্পানি খুলেছিলেন জ্যোতিপ্রিয়৷ সেই সমস্ত সংস্থার ডিরেক্টর হিসাবে নাম ছিল তাঁর স্ত্রী ও মেয়ের৷ পরে অবশ্য সেই সংস্থাগুলি বন্ধ করে দেওয়া হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Dec 14, 2023 2:58 PM IST








