Bardhaman Station Update: বর্ধমান 'অমৃত ভারত' স্টেশনে ভয়ঙ্কর দুর্ঘটনা! ৩ জনের মৃত্যু! কেমন আছেন আহতরা?

Last Updated:

Bardhaman Station Update: বর্ধমান রেলস্টেশনের দুর্ঘটনায় আহত একাধিক বাড়ি ফিরেছেন হাসপাতাল থেকে। বাকিদের অবস্থার উন্নতি হচ্ছে দ্রুত।

+
বর্ধমানে

বর্ধমানে মারাত্মক ঘটনা

এদিকে দুর্ঘটনার পর থেকেই স্থানীয় প্রশাসন ও জন প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছেন আহতদের। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসআহতদের চিকিৎসাপরিষেবার তদারকি করতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যান।
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক খোকন দাস বলেন, “যখন দুর্ঘটনা ঘটেছে আমি তখনই পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়েছি। ওখান থেকে আহতদের হাসপাতালে পাঠানোর পর হাসপাতালে গিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। বলেছি যে কোনও রকম সহযোগিতা আমরা করব।
advertisement
advertisement
পাশাপাশি প্রশাসনের তরফে খোলা হয়েছে অনুসন্ধান কেন্দ্র। জলের ট্যাঙ্ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহতদের সুষ্ঠুভাবে তথ্য ও পরিষেবা প্রদানের জন্য এই অনুসন্ধান কেন্দ্র খোলা হয়েছে প্রশাসনের তরফে। দুর্ঘটনার পরেইআহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। বুধবার রাত নাগাদ মৃত এক মহিলার দেহ ময়না তদন্তের পর তার বাড়ির লোকেদের হাতে তুলে দেওয়া হয়। বাকি দুটি মৃতদেহ এদিন ময়না তদন্তের পর নিকট আত্মীয়দের হাতে তুলে দেওয়ার কথা।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক বছর আগেও দুর্ঘটনার কবলে পড়েছিল বর্ধমান রেলস্টেশন। প্লাটফর্মের বাইরের দিকের ঝুল বারান্দার একাংশ ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। আহত হয়েছিল বেশ কয়েকজন। বুধবার সেই স্মৃতি উসকে ফের দুর্ঘটনার কবলে পড়ল বর্ধমান রেলস্টেশন।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bardhaman Station Update: বর্ধমান 'অমৃত ভারত' স্টেশনে ভয়ঙ্কর দুর্ঘটনা! ৩ জনের মৃত্যু! কেমন আছেন আহতরা?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement