Ration Card: গোটা দেশে প্রথম বাংলা, রেশন কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত! কোটি-কোটি মানুষের দুশ্চিন্তা শেষ
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Ration Card: বর্তমানে ডিজিটালাইজেশনের দিকে ঝুঁকছে গোটা বিশ্ব। পিছিয়ে নেই ভারতও।
কলকাতা: রেশন ব্যবস্থায় হয়রানি থেকে মুক্তি। যে কোনও ধরণের পরিষেবা পেতে আর অফিস ছুটতে হবে না। রেশন কার্ডের সমস্যা মেটানো যাবে এবার অনলাইনেই। দেশে প্রথম এই অনলাইন ডিজিটাল ব্যবস্থা চালু করল পশ্চিমবঙ্গ সরকার। নাম বদল, দোকান বদল, কার্ড ছেড়ে দেওয়া, পরিবার অন্তর্ভুক্তি, যোজনা বদল সবই সম্ভব অনলাইনেই। এর ফলে গ্রাহকদের হয়রানি মিটবে, এমনই মত খাদ্য দফতরের।
বর্তমানে ডিজিটালাইজেশনের দিকে ঝুঁকছে গোটা বিশ্ব। পিছিয়ে নেই ভারতও। সেই বিষয়টি অনুধাবন করতে পেরে ডিজিটাল রেশন কার্ড চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। আধার কার্ড এবং প্যান কার্ডের পাশাপাশি ডিজিটাল রেশন কার্ডের প্রয়োজনীয়তা ইদানীং বেড়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, আপনার বাড়িতে বসেই আবেদন করতে পারবেন রেশন কার্ডের বা তার যে কোনও সংশোধনীর। আর তা করতে কম্পিউটারেরও প্রয়োজন নেই। স্মার্টফোন থেকেই খুব সহজে রেশন কার্ডের আবেদন করতে পারবেন। প্রতিটি রাজ্য সরকারই এই কারণে একটি আলাদা পোর্টাল তৈরী করেছে। আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন।
advertisement
বলাই বাহুল্য, রেশন কার্ড পেতে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। আর বয়স হতে হবে ১৮ বছর ও তার উর্ধ্বে। তার থেকে কম বয়সীরা মা-বাবার রেশনকার্ডের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 25, 2024 1:02 PM IST









