Mamata Banerjee: তৃতীয় বার ক্ষমতায় আসার পরে মোদি সরকারের প্রথম নীতি আয়োগ, বৈঠকে কোন কোন বিষয়ে জোর মমতার?
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
মোদি সরকার তৃতীয় বার ক্ষমতায় আসার পরে শনিবার প্রথম বার নীতি আয়োগের প্রথম বৈঠক বসতে চলেছে। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একাধিক বিষয় তুলে ধরবেন।
কলকাতা: মোদি সরকার তৃতীয় বার ক্ষমতায় আসার পরে শনিবার প্রথম বার নীতি আয়োগের প্রথম বৈঠক বসতে চলেছে। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একাধিক বিষয় তুলে ধরবেন।
১) গঙ্গা ভাঙন রোধে বিশেষ আর্থিক প্যাকেজ। মালদা ও মুর্শিদাবাদের ভয়ংকর রূপ নিচ্ছে, এলাকার নাম ধরে তা উল্লেখ। এক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতার প্রয়োজন তাও বলা হবে।
২) বারবার প্রাকৃতিক বিপর্যয়ের সুন্দরবন অঞ্চল-সহ উপকূলবর্তী অঞ্চলগুলিতে বাঁধ নির্মাণের জন্য স্থায়ী পরিকল্পনা ও তার জন্য বিশেষ আর্থিক প্যাকেজ।
advertisement
৩) ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কেন্দ্রের কাছে ফের অর্থের দাবি। নীতি আয়োগের কাছে এই বিষয় নিয়ে কী কী পরিকল্পনা জমা পড়েছে তারও বিস্তারিত তথ্য তুলে ধরা।
advertisement
৪) ফারাক্কা ব্যারেজ ও ডিভিসির একাধিক জলাধারের সংস্কার সাধন ও তা তড়িঘড়ি করা। বৃষ্টি হলেই ঝাড়খণ্ড জল ছাড়ে। এর জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা।
৫) সমগ্র শিক্ষা অভিযান ও জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা অনুমোদন দেওয়ার পরেও কেন রিলিজ করা হচ্ছে না, তা নিয়ে কেন্দ্রের দেওয়া তথ্যই তুলে ধরা।
৬) যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ এক্সিলেন্সের জন্য কেন কেন্দ্র টাকা দেবে না, সেই প্রশ্ন উত্থাপন।
advertisement
৭) উচ্চশিক্ষায় রাজ্যপালের বেআইনি হস্তক্ষেপের প্রসঙ্গ।
৮) ন্যায়সংহিতা নিয়ে রাজ্যের আপত্তি তুলে ধরা।
৯) রাজ্যগুলির হাতে ফের মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা ফিরিয়ে দেওয়া ও ইঞ্জিনিয়ারিংয়ের অভিন্ন প্রবেশিকা নিয়ে ফের সরব।
১০) ১০০ দিনের গ্রামীণ প্রকল্প, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, সহ যে যে প্রকল্পগুলিতে কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছে তা নিয়ে শেষ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার পর কেন্দ্র- রাজ্য সচিব স্তরে বৈঠকের পর ও এখনো কোনো ইতিবাচক সাড়া নেই কেন্দ্রের, তা নিয়েও সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
১১) রাজ্যের আপত্তি খারিজ করেই ভারত বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তি কেন? এক্ষেত্রে ফের তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে রাজ্যের কী কী আপত্তি রয়েছে তা নিয়েও বিস্তারিত রিপোর্ট আকারে সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
১২) উত্তরবঙ্গের পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বিশেষ ক্ষতিপূরণের দাবি। নবান্ন সূত্রে খবর, নীতি আয়োগের বৈঠকে এই বিষয়গুলি তুলে ধরার পাশাপাশি এই প্রকল্পগুলি নিয়ে কত টাকা কেন্দ্র থেকে রাজ্য পায় তারও বিস্তারিত তথ্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে নীতি আয়োগের কাছে।
advertisement
আরও পড়ুন: কর্ণাটকের পথে এবার বাংলাও! NEET নিয়ে কড়া প্রস্তাব পাশ, রাজ্যে পরীক্ষা ফেরানোর পক্ষে সওয়াল ব্রাত্যর
প্রসঙ্গত, বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও মঙ্গলবারের বাজেটের পরে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, কংগ্রেস শাসিত তিন রাজ্য কর্ণাটক, তেলঙ্গানা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 25, 2024 10:47 AM IST