১০০ বছরের পুরনো রীতি ভাঙছে রামকৃষ্ণ মিশন, বন্ধ হচ্ছে আতসবাজির প্রদর্শণ
Last Updated:
বহু পুরনো এই রীতিতেই ইতি টানতে চলেছে রামকৃষ্ণ মিশন ৷ কারণ এরফলে দূষণ ছড়াচ্ছে ৷ তাই এমন সিদ্ধান্ত নিয়েছে রামকৃষ্ণ মিশন ৷ রামকৃষ্ণ মিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদরা ৷
#কলকাতা: রামকৃষ্ণ মিশনে আর হবে না আতসবাজির প্রদর্শন ৷ ১০০ বছরের এই পুরনো রীতি ছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের ৷ শ্রীরামকৃষ্ণের জন্মতিথির সমাপ্তি অনুষ্ঠানে ব্যাপকভাবে আতসবাজির প্রদর্শন করা হত রামকৃষ্ণ মিশনে ৷ তবে বহু পুরনো এই রীতিতেই ইতি টানতে চলেছে রামকৃষ্ণ মিশন ৷ কারণ এরফলে দূষণ ছড়াচ্ছে ৷ তাই এমন সিদ্ধান্ত নিয়েছে রামকৃষ্ণ মিশন ৷ রামকৃষ্ণ মিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদরা ৷
চারিদিকে দূষণ নিয়ে নানা প্রচার চলে ৷ আতসবাজির প্রকোপে দূষণ কয়েকগুণ বেড়ে যায় ৷ কালীপুজোর আগে এমন প্রচার হয় বারে বারে ৷ তারই জেরে নিজেদের ১০০ বছরের পুরনো রীতি ভাঙার সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজকৃষ্ণ মিশন ৷ নিজেরাই এমন সিদ্ধান্ত নিয়েছে মিশন কর্তৃপক্ষ ৷ এই সিদ্ধান্তে যে পরিবেশের উন্নতি হবে, সেটা মেনে নিচ্ছেন পরিবেশবিদরা ৷ সব রামকৃষ্ণ মিশনেই এই নিয়ম মানা হবে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2019 5:37 PM IST