গোটা দেশের মূত্র জমিয়ে রাখুন, ইউরিয়া আমদানি করতে হবে না, পরামর্শ নীতিন গড়করির

Last Updated:

এখানেই শেষ করেননি কেন্দ্রীয় মন্ত্রী৷ তাঁর আরও দাবি, 'আমার আইডিয়া এতটাই ভালো যে, কেউ আমার আইডিয়া গ্রহণ করতে চায় না৷ এমনকী মিউনিসিপাল কর্পোরেশনও আমায় সাহায্য করে না৷

#নাগপুর: দেশের ইউরোপিয়া আমদানি বন্ধ করার অভিনব টোটকা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি৷ তাঁর পরামর্শ, দেশের মানুষের সব মূত্র জমিয়ে রাখলেই হল৷ তা হলে আর বাইরে থেকে ইউরিয়া আমদানি করতে হবে না৷ টাকা বাঁচবে দেশের৷
মঙ্গলবার একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'মানুষের বর্জ্য থেকেই তো বায়ো-ফুয়েল পাওয়া যায়৷ মানুষের প্রস্রাবে প্রচুর অ্যামোনিয়াম সালফেট, নাইট্রোজেন থাকে৷ বায়ো-ফুয়েল তৈরি করাই যায়৷ আমি বিমানবন্দরগুলিকে বলেছি, প্রস্রাব জমা করতে৷ আমরা ইউরিয়া আমদানি করি৷ কিন্তু আমরা যদি গোটা দেশের মূত্র একত্রিত করে জমিয়ে রাখতে পারি, তা হলেই আর ইউরিয়া আমদানি করতে হবে না৷'
advertisement
এখানেই শেষ করেননি কেন্দ্রীয় মন্ত্রী৷ তাঁর আরও দাবি, 'আমার আইডিয়া এতটাই ভালো যে, কেউ আমার আইডিয়া গ্রহণ করতে চায় না৷ এমনকী মিউনিসিপাল কর্পোরেশনও আমায় সাহায্য করে না৷ কারণ, সরকারে মানুষকে এমন ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, যে তাঁরা ষাঁড়ের মতো হয়ে যায়৷ এ দিক ও দিক তাকায় না, সোজা চলে৷'
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
গোটা দেশের মূত্র জমিয়ে রাখুন, ইউরিয়া আমদানি করতে হবে না, পরামর্শ নীতিন গড়করির
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement