গোটা দেশের মূত্র জমিয়ে রাখুন, ইউরিয়া আমদানি করতে হবে না, পরামর্শ নীতিন গড়করির
Last Updated:
এখানেই শেষ করেননি কেন্দ্রীয় মন্ত্রী৷ তাঁর আরও দাবি, 'আমার আইডিয়া এতটাই ভালো যে, কেউ আমার আইডিয়া গ্রহণ করতে চায় না৷ এমনকী মিউনিসিপাল কর্পোরেশনও আমায় সাহায্য করে না৷
#নাগপুর: দেশের ইউরোপিয়া আমদানি বন্ধ করার অভিনব টোটকা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি৷ তাঁর পরামর্শ, দেশের মানুষের সব মূত্র জমিয়ে রাখলেই হল৷ তা হলে আর বাইরে থেকে ইউরিয়া আমদানি করতে হবে না৷ টাকা বাঁচবে দেশের৷
মঙ্গলবার একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'মানুষের বর্জ্য থেকেই তো বায়ো-ফুয়েল পাওয়া যায়৷ মানুষের প্রস্রাবে প্রচুর অ্যামোনিয়াম সালফেট, নাইট্রোজেন থাকে৷ বায়ো-ফুয়েল তৈরি করাই যায়৷ আমি বিমানবন্দরগুলিকে বলেছি, প্রস্রাব জমা করতে৷ আমরা ইউরিয়া আমদানি করি৷ কিন্তু আমরা যদি গোটা দেশের মূত্র একত্রিত করে জমিয়ে রাখতে পারি, তা হলেই আর ইউরিয়া আমদানি করতে হবে না৷'
advertisement
এখানেই শেষ করেননি কেন্দ্রীয় মন্ত্রী৷ তাঁর আরও দাবি, 'আমার আইডিয়া এতটাই ভালো যে, কেউ আমার আইডিয়া গ্রহণ করতে চায় না৷ এমনকী মিউনিসিপাল কর্পোরেশনও আমায় সাহায্য করে না৷ কারণ, সরকারে মানুষকে এমন ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, যে তাঁরা ষাঁড়ের মতো হয়ে যায়৷ এ দিক ও দিক তাকায় না, সোজা চলে৷'
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2019 4:47 PM IST