ভুয়ো নথি দিয়ে পুলিশকে ভ্রান্ত করলেন রমেশ গান্ধী
Last Updated:
রমেশ গান্ধীর কাছ থেকে সারদার টাকা নয়ছয়ের ভুয়ো বিল পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কার্যত এই বিলগুলি উদ্ধারের পর থেকেই বেপাত্তা ছিলেন রেনবো প্রডাকশনের কর্তা রমেশ গান্ধী। কেন এই ভুয়ো বিল তৈরি করা হয়, টাকা কি কি খাতে খরচ হয় তা জানতে ইতিমধ্যেই রমেশ গান্ধীকে দফায় দফায় জেরা শুরু করেছেন তদন্তকারী অফিসাররা।
#কলকাতা: সারদা-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ধৃত রমেশ গান্ধীর কাছ থেকে সারদার টাকা নয়ছয়ের ভুয়ো বিল পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কার্যত এই বিলগুলি উদ্ধারের পর থেকেই বেপাত্তা ছিলেন রেনবো প্রডাকশনের কর্তা রমেশ গান্ধী। কেন এই ভুয়ো বিল তৈরি করা হয়, টাকা কি কি খাতে খরচ হয় তা জানতে ইতিমধ্যেই রমেশ গান্ধীকে দফায় দফায় জেরা শুরু করেছেন তদন্তকারী অফিসাররা। আগামী ১১ সেপ্টেম্বর রমেশ গান্ধীকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই।
সিবিআই সূত্রে খবর, সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে প্রায় ন’কোটি টাকা পান রমেশ গান্ধী। কিন্তু সেই টাকা কোন কোন খাতে খরচ হয় সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য তিনি সিবিআইকে দেননি বলেই অভিযোগ। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে বেশ কিছু খরচের বিল সিবিআইকে দেন রমেশ গান্ধী। সেগুলি যাচাই করে পরে জানা যায়, সবকটি বিলই ভুয়ো। সারদার লেনদেনে ওই ভুয়ো বিল তৈরি করে সিবিআইকে দেখানো হয় বলে অভিযোগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2015 6:15 PM IST