Ram Nath Kovind: কলকাতা সফরে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বাগত জানাতে বিমানবন্দরে রাজ্যপাল
- Reported by:Sourav Tewari
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Ram Nath Kovind: তিনদিনের সফরে কলকাতায় এলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই মর্মে কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে এসে পৌঁছয় রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
কলকাতা: তিনদিনের সফরে কলকাতায় এলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই মর্মে কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে এসে পৌঁছয় রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ বিকেলে হাওড়ার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি যোগদান করবেন তারপর তিনি বেলুড়মঠও যাবেন। আগামী মঙ্গলবার ফের কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ১১ আগস্ট কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের ৩৩ তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোমনাথ সচদেবা জানান, ২০২২ সালের জুনে পাস করা ছাত্র এবং ৮৮ জন গবেষণা স্কলার ডিগ্রি পাবেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন হরিয়ানার রাজ্যপাল এবং কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বান্দারু দত্তাত্রেয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 06, 2023 11:19 AM IST







