Rajya Sabha: পঞ্চায়েতের ফলের দিনই বিরাট চমক, রাজ্যসভায় বিজেপি প্রার্থী অনন্ত মহারাজ? জোর জল্পনা

Last Updated:

Rajya Sabha: রাজ্যসভার একটি আসনে প্রার্থী হিসাবে সম্ভবত অন্তত মহারাজের নাম প্রস্তাব করতে পারে বিজেপি

রাজ্যসভায় BJP প্রার্থী অনন্ত মহারাজ?
রাজ্যসভায় BJP প্রার্থী অনন্ত মহারাজ?
কলকাতা: রাজ্যসভার একটি আসনে প্রার্থী হিসাবে সম্ভবত অন্তত মহারাজের নাম প্রস্তাব করতে পারে বিজেপি। সূত্রে মারফত এমনটাই জানা গিয়েছে। রাজ্যসভার একটি আসনেই বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে। সেই আসনেই অনন্ত মহারাজকে পাঠাতে চায় বিজেপি। অন্যদিকে, রাজ্যসভায় তিন পুরনো মুখে ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। ফের মনোনয়ন দেওয়া হয়েছে ডেরেক ও ব্রায়েন, সুখেন্দু শেখর রায় ও দোলা সেনকে। বাদ গেল দুই সাংসদ সুস্মিতা দেব ও শান্তা ছেত্রী। নিয়ে আসা হল তিন নতুন মুখকে।
তালিকায় রয়েছেন সাকেত গোখলে। যিনি তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র। আনা হল বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলামকে। মনোনয়ন দেওয়া হল আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বরাইককে। আগামী ১৮ আগস্ট মেয়াদ শেষ হচ্ছে বাংলার ছয় সাংসদের। সেই তালিকায় ছিলেন ডেরেক ও ব্রায়েন, সুখেন্দু শেখর রায়, দোলা সেন, শান্তা ছেত্রী, সুস্মিতা দেব। ছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। এবার বিধানসভায় কংগ্রেসের বিধায়ক নেই। একজন কংগ্রেসের প্রতীকে জিতলেও, বায়রন বিশ্বাস যোগ দিয়ে দিয়েছেন তৃণমূলে। ফলে এবার কংগ্রেসের হয়ে লড়ার কেউ নেই৷ এই আসনে বিধায়কের হিসাবে জয় হাসিল করবে বিজেপি। অন্যদিকে পদত্যাগ করায় লুইজিনহো ফালেরিও’র আসনে হবে ভোট।
advertisement
পুরনোদের মধ্যে রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, রাজ্যসভার উপদলনেতা সুখেন্দুশেখর রায় এবং তৃণমূলের সর্বভারতীয় শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেনকে তৃতীয়বারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গে ভোট সমীকরণের কথা মাথায় রেখে মনোনয়ন দেওয়া হয়েছে ওই জেলার তৃণমূল সভপতি প্রকাশ চিক বড়াইককে। এ বার সংখ্যালঘু মুখ হিসাবে রাজ্যসভায় প্রার্থী হলেন বঙ্গ সংস্কৃতি মঞ্চের সভাপতি এবং সমাজকর্মী সামিরুল ইসলাম।
advertisement
advertisement
পাশাপাশি, তৃণমূলের জাতীয় মুখপাত্র এবং আরটিআই কর্মী সাকেত গোখলেকেও রাখা হয়েছে ওই তালিকায়। একটি আসনে উপনির্বাচন হবে। তবে সেই আসনে প্রার্থী কে, তা তৃণমূলের তরফে এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajya Sabha: পঞ্চায়েতের ফলের দিনই বিরাট চমক, রাজ্যসভায় বিজেপি প্রার্থী অনন্ত মহারাজ? জোর জল্পনা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement