তৃণমূল ছাড়লেন রাজীব বন্দ্য়োপাধ্য়ায়, আগামিকাল নতুন সিদ্ধান্ত ঘোষণা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
#কলকাতা: বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্য সম্পর্ক ছিন্ন করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তৃণমূলের প্রাথমিক সদস্যপদ এবং দলীয় সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজীব৷
এ দিন দুপুরে বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন রাজীব৷ বিধানসভা থেকে বেরিয়ে রাজীব বলেন, 'মানসিক প্রস্তুতির প্রয়োজন ছিল৷ মন্ত্রিসভা থেকে পদত্যাগের পরেও তাই সাত দিন অপেক্ষা করেছি৷ সংসদীয় গণতন্ত্রে নির্দল হয়ে মানুষের জন্য কাজ করা যায় না৷ কোনও একটা দলের ছত্রছায়ায় থাকতে হয়৷ আগামিকাল আমার নতুন সিদ্ধান্তের কথা আপনাদের জানাব৷'
advertisement
রাজনৈতিক মহলে জোর জল্পনা, আগামী ৩১ জানুয়ারি হাওড়ায় অমিত শাহের সভাতেই বিজেপি-তে যোগ দিতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ প্রাক্তন বনমন্ত্রীর বিজেপি-তে যোগদান নিয়ে এখনও কোনও মন্তব্য করতে চাইছেন না বিজেপি নেতারাও৷ ঠিক যেভাবে শুভেন্দু অধিকারী দলের দেওয়া সব পদ ছেড়েই বিজেপি-তে গিয়েছিলেন, সেই একই পথে হাঁটলেন রাজীবও৷
advertisement
এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং পরিষদীয় মন্ত্রী তাপস রায় বলেন, 'হঠাৎ করে ছাড়লে প্রতিক্রিয়া দেওয়া যায়৷ অনেকদিন ধরেই ধাপে ধাপে ও এই সিদ্ধান্ত নিয়েছে৷ এটা ওঁর সিদ্ধান্ত৷ যাঁরা দল ছাড়ছে তাঁরা তো বিজেপি-তেই যাচ্ছে, ও আর কোথায় যাবে?'
advertisement
Abir Ghosal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jan 29, 2021 4:54 PM IST










