Rajeev Kumar: ভোটের আগে সরিয়ে দিয়েছিল কমিশন, ফের স্বমহিমায় নিজের পদে ফিরছেন রাজীব কুমার! ফাইলে সই মমতার

Last Updated:

জানা গিয়েছে রাজ্য পুলিশের ডিজির পদে ফিরছেন রাজীব কুমার। এতদিন ডিজি দায়িত্ব যিনি সামলাচ্ছিলেন, সেই সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজি ফায়ার হিসাবে দায়িত্ব দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ফাইল সাইন করেছেন বলে সূত্রের খবর।  

কলকাতা: লোকসভা ভোট ঘোষণা হতে না হতেই রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷ শুধু তাই নয়, সে সময় কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকাকে চিঠি দিয়ে জানানো হয়েছিল, নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বেই থাকতে পারবেন না রাজীব কুমার৷ সেই মতো পদক্ষেপও করে রাজ্য প্রশাসন৷ তবে ভোট মেটার মাস খানেক পরে ফের রাজীব কুমারকে তাঁর পদে পুনর্বহাল করতে চলেছে রাজ্য৷
জানা গিয়েছে, রাজ্য পুলিশের ডিজির পদে ফিরছেন রাজীব কুমার। এতদিন ডিজি দায়িত্ব যিনি সামলাচ্ছিলেন, সেই সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজি ফায়ার হিসাবে দায়িত্ব দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ফাইলে সই করেছেন বলে সূত্রের খবর।
প্রশাসন সূত্রের খবর, তথ্য প্রযুক্তি দফতরের সচিব পদ সামলানোর পাশাপাশি ডিজির কাজও চালাবেন রাজীব কুমার। বর্তমানে রাজীব কুমার উত্তরবঙ্গে রয়েছেন৷
advertisement
advertisement
আরও পড়ুন: আবারও কি সায়ন্তিকা-রেয়াতের মতো ঝঞ্ঝাট? নব নির্বাচিত চার বিধায়কের শপথ নিয়ে জটিলতা চায় না বিধানসভা
অতীতেও রাজীবকে ভোটের আগে দু’বার তাঁর তদানীন্তন পদ থেকে সরানো হয়েছিল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজীবকে তদানীন্তন পদ থেকে সরানো হয়েছিল। ২০১৯ সালের লোকসভা ভোট ঘোষণার পর রাজীবকে ডেপুটেশনে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছিল।
advertisement
আরও পড়ুন: উপনির্বাচনে ভোট বাড়াল বাম-কংগ্রেস! কিছুটা হলেও হল মুখরক্ষা, কী বলছে পরিসংখ্যান?
পরবর্তী কালে রাজীব দীর্ঘ দিন ছিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি দফতরের সচিব। কয়েক মাস আগে রাজ্য পুলিশের ডিজি পদে মনোজ মালবীয়র মেয়াদ শেষ হয়। তার পর গত ডিসেম্বরে রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল (ডিজি) হিসাবে নিয়োগ করা হয় রাজীবকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajeev Kumar: ভোটের আগে সরিয়ে দিয়েছিল কমিশন, ফের স্বমহিমায় নিজের পদে ফিরছেন রাজীব কুমার! ফাইলে সই মমতার
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement