শিলঙে পৌঁছে গেলেন রাজীব কুমার, কেন্দ্রীয় সংস্থার ওপর পাল্টা চাপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন দুঁদে আইপিএস
Last Updated:
#কলকাতা: সঙ্গী দুই আইপিএস অফিসার। সিবিআইয়ের মুখোমুখি হতেই শিলঙে পৌঁছে গেলেন রাজীব কুমার। সিবিআই-কে সামলাতে পুরোপুরি তৈরি কলকাতার পুলিশ কমিশনার। কেন্দ্রীয় সংস্থার ওপর পাল্টা চাপ দেওয়ারও প্রস্তুতি নিচ্ছেন দুঁদে আইপিএস।
এতদিন অভিযুক্তদের জেরা করতেই অভ্যস্ত ছিলেন। এবার সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়ার অপেক্ষা। সিবিআইয়ের সঙ্গে সংঘাতে নিজের মতো করে প্রস্তুত দুঁদে আইপিএস অফিসারও। কলকাতার পুলিশ কমিশনারের বডি - ল্যাঙ্গোয়েজেই তা স্পষ্ট। একেবারে তৈরি হয়েই সিবিআইয়ের মুখোমুখি হতে চলেছেন রাজীব কুমার।
advertisement
advertisement
সিবিআই তাঁকে চেপে ধরতে তৈরি -- তা ভালোভাবেই বুঝছেন দুঁদে আইপিএস অফিসার। কোন পথে আক্রমণ আসতে পারে, সেই ধারণা থেকে রাজীবের নিজস্ব প্ল্যানও তৈরি।
সিবিআইয়ের ঢিলেমিতেই সারদা তদন্ত এগোয়নি বলে অভিযোগ করতে পারেন রাজীব কুমার।
আরও পড়ুন: বাড়ল CBI-পুলিশ সংঘাত, সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টেরের স্ত্রীর সংস্থায় তল্লাশি কলকাতা পুলিশের
সিবিআইকে সাহায্যের প্রমাণ পেশ কবে কোন অফিসারকে কী তথ্যপ্রমাণ দিয়েছেন, তা বিস্তারিত তুলে ধরতে পারেন বাজেয়াপ্ত করা জিনিসের তালিকাও পেশ করতে পারেন হার্ডডিক্স, পেন ড্রাইভ সংক্রান্ত তথ্যও দিতে পারেন ৷
advertisement
রাজীব কুমারের প্ল্যান বি'ও তৈরি বলেই জানা যাচ্ছে। সিবিআইকে চাপ দেওয়ার পাশাপাশি সিবিআই তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন তুলতে পারেন।
সিটের পর নতুন কী তথ্যপ্রমাণ হাজির করতে পেরেছে সিবিআই
তাই বোধহয় এদিন বিমানেও অনেকটাই চাপমুক্ত দেখিয়েছে কলকাতার পুলিশ কমিশনারকে। শিলঙের মনোরম পরিবেশে এবার অন্য লড়াইয়ের অপেক্ষায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
February 08, 2019 10:34 PM IST