বাড়ল CBI-পুলিশ সংঘাত, সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টরের স্ত্রীর সংস্থায় তল্লাশি কলকাতা পুলিশের
Last Updated:
#কলকাতা: বাড়ল সিবিআই-পুলিশ সংঘাত। শুক্রবার কলকাতার দুটি জায়গায় তল্লাশি চালায় পুলিশ। এই সংস্থাগুলির সঙ্গে সিবিআইয়ের প্রাক্তন অস্থায়ী অধিকর্তার নাগেশ্বর রাওয়ের কর্তা স্ত্রী ও মেয়ের আর্থিক লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অ্যাঞ্জেলা মারকেনটাইন প্রাইভেট লিমিটেডের সদর দফতর ক্লাইভ রোডে। গত বছরের অক্টোবর মাস পর্যন্ত সল্টলেকের সিএ ব্লকে চলেছিল সংস্থার দফতর। এদিন দুটি ঠিকানাতেই অভিযান চলে। বউবাজার থানায় জমা পড়া অভিযোগের ভিত্তিতে আগেও এই সংস্থার দফতরে অভিযান চালিয়েছিল পুলিশ। চলতি মাসের প্রথম দিকে নাগেশ্বর রাওয়ের নির্দেশেই কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে অভিযান চালায় সিবিআই। তারপরে এদিন পুলিশের পালটা অভিযান সিবিআই কর্তার স্ত্রীর ঘনিষ্ঠ সংস্থায়।
advertisement
advertisement
Location :
First Published :
February 08, 2019 9:52 PM IST