Raja Ram Mohan Roy: রাজা রামমোহন রায় সার্ধদ্বিশত বর্ষ, রামমোহনের সঙ্গীত জগৎ এবং তাঁকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন

Last Updated:

Raja Ram Mohan Roy 250 years: এই অনুষ্ঠানটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে৷

#কলকাতা: উনবিংশ শতাব্দীর বাংলার তথা ভারতের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের সার্ধদ্বিশত বছরের শুভারম্ভ ২২শে মে ২০২২। এই বিশেষ ঐতিহাসিক ঘটনাকে মাথায় রেখে রামমোহন রায় পুনর্মূল্যায়ন সমিতি – সোসাইটি ফর রামমোহন রায় রিএপ্রেজাল অ্যাট ২৫০ – বিগত এক বছর ধরে নানা ওয়েবিনার, পুস্তক প্রকাশ ও সভা সমিতির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় রামমোহন রায়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। এই সমিতির কর্ণধার বিশিষ্ট ঐতিহাসিক, শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শ্রী দীপেশ চক্রবর্তী এবং তাঁর সঙ্গে রয়েছেন একদল বিশিষ্ট ঐতিহাসিক গবেষক ও অধ্যপক৷ রয়েছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শ্রীমতি তনিকা সরকার, আশোকা বিশ্ববিদ্যালয়ের অধক্ষ্য অধ্যাপক রুদ্রাংশু মুখোপাধ্যায়, সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সের অধ্যাপিকা রোজিঙ্কা চৌধুরী, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ঊর্মিলা দে বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত বিশারদ শ্রীমতি প্রমিতা মল্লিক প্রমুখ।
এই কনফারেন্সের বিশেষ সমাপ্তি অনুষ্ঠান হবে আগামী ৩০শে মে ২০২২ সন্ধ্যা সাড়ে ৬টায় কলকাতার সায়েন্স সিটির মিনি অডিটোরিয়ামে। মনোজ্ঞ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হবে, যার নাম দেওয়া হয়েছে দি মিউসিকাল ইউনিভার্স অফ রাজা রামমোহন রায়। এই অনুষ্ঠানে ব্রহ্মসঙ্গীত নিয়ে আলোচনার সঙ্গে পরিবেশিত হবে সেই সমস্ত শাস্ত্রীয় সঙ্গীত যা রামমোহন রায়ের সময় প্রচলিত ছিল। সেই সময়ের পূর্ববঙ্গের যে সব প্রখ্যাত সংগীত রচয়িতা ছিলেন তাঁদের কাজও উঠে আসবে। ঈশ্বরকে তাঁরা যে ভাবে সাধনা করতেন, সে সমস্ত অপূর্ব সুমধুর সঙ্গীত রচনা করেছিলেন তার কিছু অংশ উঠে আসবে এই অনুষ্ঠানে।
advertisement
advertisement
এই অনুষ্ঠানটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে৷ প্রথম ভাগে থাকছেন তাঁদের রচিয় শাস্ত্রীয় সঙ্গীত, যাঁদের গান রামমহনের সঙ্গীত সত্ত্বা ও মননকে পুষ্ট করেছিল৷ তানসেন, অদারঙ্গ, সদারঙ্গ, রামনিধি গুপ্ত (নিধুবাবু), কালিদাস চট্টোপাধ্যায় (কালি মির্জা), রঘুনাথ রায় প্রমুখের রচনা তুলে ধরা হবে প্রথম ভাগে। দ্বিতীয় ভাগে থাকছে স্বয়ং রামমোহনের রচনা এবং সব শেষে তৃতীয় ভাগে থাকছে সেই সকল সঙ্গীত রচয়িতাদের গান যাঁরা রামমোহনের ভাব ধারায় অনুপ্রাণিত হয়ে ব্রহ্মসঙ্গীত রচনা করেন। এই ধরণের সঙ্গীতানুষ্ঠান শহরে আগে হয়নি বলেই দাবি আয়োজকদের৷
advertisement
আগামী ২৭শে ও ২৮শে মে ২০২২, কলকাতায় একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা হবে৷ যার নাম দি মেনি ওয়ার্ল্ডস অফ রামমোহন রায়। এই কনফারেন্সে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপকেরা যোগদান করছেন৷ রামমোহনকে নিয়ে তাঁদের ভাবনা ও গবেষণা নিয়ে আলোচনা হবে এই কনফারেন্সে। ১০ নম্বর লেক টেরাসে, যদুনাথ ভবন ও মিউজিয়াম ও রিসার্চ সেন্টারে অনুষ্ঠিত হবে। আমন্ত্রিতদের মধ্যে থাকছেন মার্কিন যুক্তরাষ্ট্রর শিকাগো বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, টাফটস বিশ্ববিদ্যালয়, কেম্ব্রিজ ও সেন্ট এন্ডর‍্যুস বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এছাড়াও এই কনফারেন্সে কলকাতার বিশিষ্ট ঐতিহাসিক পার্থ চট্টোপাধ্যায় ও গৌতম ভদ্র যোগদান করবেন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Raja Ram Mohan Roy: রাজা রামমোহন রায় সার্ধদ্বিশত বর্ষ, রামমোহনের সঙ্গীত জগৎ এবং তাঁকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement