সর্বনাশী-র মাধ্যমে গীতিকার হিসেবে হাতেখড়ি রথীজিতের

Last Updated:

গানটি সদ্যই মুক্তি পেয়েছে ইউটিউব চ্যানেলে।

#কলকাতা: রথীজিৎ ভট্টাচার্য। জি বাংলার সা রে গা মা-র দৌলতে তিনি খুবই জনপ্রিয। বহু বছর ধরে সা রে গা মা-র মঞ্চে নতুন প্রতিভাদের নিজের হাতে গড়ে তোলার দায়িত্ব তাঁর হাতেই। কত প্রতিভার বিচ্ছুরণ ঘটেছে রথীজিতের হাত ধরেই। রথীজিৎ নিজেও একজন সুগায়ক এবং কম্পোজার। তাঁর সুরে এবং গায়কীর মাধুর্যে বহু গান ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। তবু নতুন প্রতিভাদের এবং নিজের বহু ছাত্র-ছাত্রীদের হাতে-পিঠে গড়তে অনেকটাই সময় চলে যায় রথীজিতের। নিজের জন্য গান বাঁধার খুব একটা সময় হয় না। সা রে গা মা পা-র জন ব্যস্ততা তুঙ্গে। যত সময় যাবে, নাওয়া-খাওয়া ভুলতে হবে রথীজিৎকে। তবু এরই মধ্যে সময় বের করে নিজের মত করে একটি গান বেঁধেছেন রথীজিৎ। ভরপুর প্রেমের গান। নাম দিয়েছেন "সর্বনাশী"।
advertisement
রথীজিৎ প্রেমে বাঁচেন। ওঁর প্রেমে কে সর্বনাশ ঘটালো? খোলসা করলেন রথীজিৎ নিজেই। তিনি বলেন, "আমার স্ত্রী শ্রেয়ার জন্যই এই গানটা আমার বাঁধা। ওঁর জন্য সমস্ত সর্বনাশ আমি মাথা পেতে নিতে পারি। ও-ই আমার জীবনে সর্বনাশী। আমি প্রথমে সুর তৈরি করি। সুর তৈরি করার পর গানের কথার জন্য গীতিকারকে ফোন করি। কিন্তু উনি সেইসময় ব্যস্ত থাকায় আমি নিজেই একটা স্ক্র্যাচ লিরিক্স লিখে ফেলি। আমি যে ভাষায় প্রেম করি, একদম সেই সহজ ভাষাতেই গানটা লিখে ফেললাম।পরে গানটা সবাই যখন শোনেন , আমার লেখাটাই বেছে নেন। এইভাবেই 'সর্বনাশী' তৈরি হল।"
advertisement
এই "সর্বনাশী" দিয়েই রথীজিতের গান লেখার হাতেখড়ি। গানটি সদ্যই মুক্তি পেয়েছে ইউটিউব চ্যানেলে। এটি একটি মিউজিক্যাল শর্ট ফিল্ম। গোটা গানটি শুটিং হয়েছে নর্থ বেঙ্গলে। পরিচালনার দায়িত্বে ছিলেন আয়ুষ্মান গোস্বামী। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আনকোরা দুটি ছেলেমেয়ে-- রিষ্টি এবং মৃগাঙ্ক। রথীজিৎ 'রথীজিৎ ভোকাল আর্ট' নামে নিজের মিউজিক লেবেলও তৈরি করেছেন। এই মিউজিক লেবেলের মাধ্যমেই "সর্বনাশী" মানুষের কাছে পৌঁছে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সর্বনাশী-র মাধ্যমে গীতিকার হিসেবে হাতেখড়ি রথীজিতের
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement