ঝড়-বৃষ্টিতে বিভিন্ন জেলায় চাষের ক্ষতি, ঘরে তোলার আগেই ধান নষ্টের আশঙ্কা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
সোমবার সন্ধের ঝড় ও শিলাবৃষ্টি। মাত্র কয়েক ঘণ্টায় মাঠের ফসল লন্ডভন্ড।
#কলকাতা: লকডাউনে কোমর ভেঙে গিয়েছে। এবার শেষ আশাটুকুও শেষ হওয়ার উপক্রম। কালবৈশাখিতে ক্ষেতের ফসল তছনচ। প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই একই ছবি। সবজি, পান চাষে ব্যাপক ক্ষতি। কৃষকদের মাথায় হাত।
করোনা যা ক্ষতি করার করেই দিয়েছে। লকডাউনের নিয়ম শিথিল হওয়ার পর সবে শুরু হয়েছিল চাষের কাজ। এবার কালবৈশাখির জেরে আরও অনিশ্চয়তার মুেখ রাজ্যেক কৃষকরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সবজি, তৈলবীজ ও পানচাষীরা। জোড়া ধাক্কায় তাদের ভবিষ্যৎই অনিশ্চিত।
সোমবার সন্ধের ঝড় ও শিলাবৃষ্টি। মাত্র কয়েক ঘণ্টায় মাঠের ফসল লন্ডভন্ড। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই একই ছবি। বাকুড়া, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া -- সব জায়গায় একই অবস্থা।
advertisement
advertisement
পান চাষে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা। কয়েক হাজার পান বরোজ ক্ষতিগ্রস্ত।লকডাউনে পানের দামও তলানিতে।
লঙ্কা, বেগুন করলা, শসা, উচ্ছে, পটলের মতো সব্জির ক্ষেতও লন্ডভন্ড। ব্যাঙ্ক বা মহাজনের কাছে ঋণ শোধ হবে কি করে? জোড়া ধাক্কা সামলানো যাবে তো?
দেশজুড়ে লকডাউন। চাষের কাজে হাজারো সমস্যা। বিক্রিরও উপায় নেই। তার ওপর কালবৈশাখি। তবে পুরুলিয়াতে ছবিটা একেবারেই আলাদা। শুখা জেলা পুরুলিয়ায় অকাল বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কৃষকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
April 21, 2020 6:13 PM IST