লেভেল ক্রসিং তৈরি খতিয়ে মাঝেরহাটে আজ মুখোমুখি রেল ও রাজ্য

Last Updated:
#কলকাতা: সপ্তাহখানেক আগেই ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ ৷ আর তা নিয়ে রহস্য ক্রমেই বাড়ছে ৷ আজ অর্থাৎ শুক্রবার মাঝেরহাট লেভেল ক্রসিং কি আদৌ কি তৈরি করা যাবে ? তা খতিয়ে দেখতেই আজ ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন পূর্ব রেলের এজিএম, শিয়ালদহের ডিআরএম এবং রেল ও পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা ৷ এছাড়াও ঘটনাস্থলে থাকবেন কলকাতা ট্রাফিক পুলিশের কর্তারাও ৷
মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পরই একটি তদন্ত কমিটি গঠন করা হয় ৷ সেতু ভেঙে পড়ার আসল কারণ কি ? সেটি অনুসন্ধানের জন্যই এই কমিটি গঠন করা হয়েছিল ৷ সেই কমিটিই আজ রাজ্য সরকারকে তদন্ত রিপোর্ট দেবে বলে প্রাথমিক অনুমান ৷ এর পাশাপাশি লেভেল ক্রসিং তৈরি সম্ভব কিনা সেটিও খতিয়ে দেখা হবে ৷ ১টি লেভেল ক্রসিং তৈরির অনুমতি দিতে পারে রেল ৷ সূত্র মারফত এমন খবরই মিলেছে ৷
advertisement
advertisement
পুজোর আগে মানুষের হয়রানি কমাতে মাঝেরহাটে বিকল্প রাস্তার ভাবনা রাজ্য সরকারের। মাঝেরহাট স্টেশনের কাছে থাকা খাল ও রেললাইনের উপর দিয়েই ঢালাই রাস্তা-সহ অস্থায়ী সেতু নির্মাণের প্রস্তাব রেলকে দিয়েছে পূর্ত দফতর। ছোট গাড়ির জন্য এই অস্থায়ী রাস্তা। ভাঙা ব্রিজের ডান দিক দিয়ে হতে পারে এই বিকল্প সেতু। এক্ষেত্রেই প্রয়োজন হবে লেভেল ক্রসিংয়ের।
advertisement
প্রসঙ্গত, নবান্নের খবর, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর পুরোনো ফাইল ঘাটতে দিয়ে অর্থ দফতরের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ ব্রিজ সংস্কারের জন্য বহুদিন আগেই অর্থ দফতর অনুমোদন দিয়েছিল ৷ কিন্তু তা স্বত্ত্বেও অর্থ দফতরের কাছে বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছিল ফাইল ৷ বারবার অনুমতি দেওয়া স্বত্ত্বেও কেন ফিরিয়ে দেওয়া হচ্ছিল সেইসমস্ত ফাইল ৷ সেটি নিয়েও উঠছে প্রশ্ন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লেভেল ক্রসিং তৈরি খতিয়ে মাঝেরহাটে আজ মুখোমুখি রেল ও রাজ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement