রেলমন্ত্রীর মুখে শুভেন্দু স্তুতি! "বাংলায় যেভাবে 'সংঘর্ষ' করছেন শুভেন্দু অধিকারী তা প্রশংসনীয়:" অশ্বিনী বৈষ্ণব
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
'বাংলায় শুভেন্দু অধিকারীর সংঘর্ষের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে'। কে বললেন? এ প্রসঙ্গে ট্যুইট করে কী লিখলেন বিরোধী দলনেতা?
#কলকাতা: 'বর্তমান রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী যেভাবে প্রতিদিন সংঘর্ষ করছেন তা একদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে।' প্রতিমুহূর্তে বঙ্গ বিজেপির কর্মী সমর্থকদের সংঘর্ষের কথা উল্লেখ করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন,' খুব কম জনই আছেন শুভেন্দু অধিকারীর মত এভাবে আপসহীন 'সংঘর্ষ' চালিয়ে যেতে পারেন। যা নতুন দিশার প্রতীক।'
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতি ঠিক এই ভাষাতেই নাম না করে রাজ্য সরকার তথা তৃণমূলকে বিঁধে প্রশংসায় পঞ্চমুখ হলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উপলক্ষ ছিল সিউড়ি থেকে শিয়ালদহ নতুন মেমু এক্সপ্রেস ট্রেনের সূচনা অনুষ্ঠান। দিল্লিতে উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, আর সিউড়ি রেল স্টেশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার দিল্লি থেকে ভার্চুয়ালি নতুন ট্রেন পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে দিল্লিতে বক্তব্য রাখেন রেলমন্ত্রী।
advertisement
আরও পড়ুন - Commonwealth Games Gold Medal: শৈশবে বাবাকে হারিয়ে কঠিন লড়াই, ভারোত্তলনে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য শিউলি
advertisement
সিউড়ি রেল স্টেশনে জায়েন্ট স্ক্রিনে তখন মঞ্চে বসে সেই বক্তব্য শুনছেন শুভেন্দু অধিকারী, বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ রেলের পদস্থ কর্তারা। মঞ্চের সামনে সাধারণ মানুষের ভিড়। নতুন রেল পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে দিল্লিতে বক্তব্য রাখার সময় রেলমন্ত্রীর মুখে হঠাৎই শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ। 'শুভেন্দু দাদা' বলে সম্বোধন করে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী সমর্থক যেভাবে বাংলায় প্রতিনিয়ত সংঘর্ষ করে চলেছেন তার প্রশংসা করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন, 'আপনি যেভাবে সংঘর্ষ করে চলেছেন তা সত্যিই প্রশংসার'।
advertisement
আরও পড়ুন - Ind W vs Pak W: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে দলে ছিলেন না, পাকিস্তানের বিরুদ্ধে আগুন স্নেহ রাণা
দিল্লিতে বক্তব্য রাখতে গিয়ে বাংলার শুভেন্দু অধিকারীর জন্য সকলকে হাততালি দেওয়ার আবেদন করে রেলমন্ত্রী এদিন এও বলেন, 'এত জোরে হাততালি বাজান যেন শুভেন্দু অধিকারী পর্যন্ত সেই হাততালির আওয়াজ পৌঁছয়।' রেলমন্ত্রীর মুখে যখন শুভেন্দুর প্রশংসার কথা তখন সিউড়ি রেল স্টেশনের অনুষ্ঠান মঞ্চে উঠে দাঁড়িয়ে রেলমন্ত্রীর উদ্দেশ্যে হাতজোড় করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে।
advertisement
Words fail me today as I don't know how to respond to the invaluable words of Hon'ble Railway Minister & Senior @BJP4India Leader Shri @AshwiniVaishnaw Ji. His recognition of our "Sangharsh" would embolden every @BJP4Bengal Karyakarta to fight this Corrupt WB Govt till the end. pic.twitter.com/8HZy9mWwV7
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 31, 2022
advertisement
এরপর শুভেন্দু অধিকারী রেলমন্ত্রীর বক্তব্যের নির্দিষ্ট অংশের ভিডিও ক্লিপিংস সহযোগে ট্যুইট করে লেখেন, 'বাংলার প্রত্যেক বিজেপি কার্যকর্তাদের কাছে রেলমন্ত্রী তথা ভারতের অন্যতম বর্ষীয়ান নেতা অশ্বিনীজীর কাছ থেকে অমূল্য শব্দ 'সংঘর্ষ' এর স্বীকৃতি প্রাপ্তি আমাদের আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতির বিরুদ্ধে লাগাতার লড়াই করার উৎসাহ আরও বাড়িয়ে দিল।'
VENKATESWAR LAHIRI
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 01, 2022 7:50 AM IST