দুর্গাপুজোর ছুটিতে মধুপুর বেড়াতে যাবেন? চালু হচ্ছে পুজো স্পেশাল ট্রেন! কোন সময়? জেনে নিন

Last Updated:

রেলের তরফে জানা গিয়েছে, ভ্রমণের সুবিধার পাশাপাশি এই ধরনের উদ্যোগ পর্যটনকে উৎসাহিত করে, স্থানীয় বাণিজ্যকে উন্নত করে। উৎসবের ভিড় সামলাতে পূর্ব রেলওয়ে কলকাতা এবং মধুবনীর মধ্যে একটি বিশেষ পুজোর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

* মধুপুর, জসিডিহ'র জন্য পুজো স্পেশাল! সময় জেনে নিন
* মধুপুর, জসিডিহ'র জন্য পুজো স্পেশাল! সময় জেনে নিন
কলকাতা: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ধাপে ধাপে পুজো স্পেশাল ট্রেন ঘোষণা করছে রেল। ইতিমধ্যেই বেশ কয়েকটি রুটে পুজো স্পেশাল ঘোষণা হয়েছে। যেহেতু ৬০ দিন আগে থেকে এখন ট্রেনের বুকিং খুলে দেওয়া হয়, তাতে যাত্রীদের সুবিধা বেড়েছে। পুজোর মরশুমে বিশেষ ট্রেন চালানোর একাধিক সুবিধা রয়েছে। কলকাতা ও মধুবনীর মধ্যেও চালানো হবে পুজো স্পেশাল বিশেষ ট্রেন। এর মাধ্যমে অতিরিক্ত ১৭,৫০০ বার্থ তৈরি হবে।
রেলের তরফে জানা গিয়েছে, ভ্রমণের সুবিধার পাশাপাশি এই ধরনের উদ্যোগ পর্যটনকে উৎসাহিত করে, স্থানীয় বাণিজ্যকে উন্নত করে। উৎসবের ভিড় সামলাতে পূর্ব রেলওয়ে কলকাতা এবং মধুবনীর মধ্যে একটি বিশেষ পুজোর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগ যাত্রীদের জন্য ১৭,৫০০ অতিরিক্ত বার্থ তৈরি করবে।
advertisement
advertisement
০৩১৮৭ কলকাতা – মধুবনী পূজা স্পেশাল ট্রেন ৩০.০৯.২০২৫ থেকে ২৫.১১.২০২৫ (৯টি ট্রিপ) প্রতি মঙ্গলবার রাত ৯:৫৫ মিনিটে কলকাতা থেকে ছেড়ে পরের দিন দুপুর ১:০০ মিনিটে মধুবনী পৌঁছাবে এবং ০৩১৮৮ মধুবনী – কলকাতা পূজা স্পেশাল ট্রেন প্রতি বুধবার দুপুর ৩:৩০ মিনিটে মধুবনী থেকে ছেড়ে পরের দিন বিকেল ৫:১৫ মিনিটে কলকাতা পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ের উভয় দিকে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডিহ স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এয়ার-কন্ডিশনড থাকার ব্যবস্থা থাকবে। ০৩১৮৭ কলকাতা – মধুবনী পূজা স্পেশাল ট্রেনের বুকিং পিআরএস এবং ইন্টারনেটের মাধ্যমে করা যাবে। মধুপুর, জসিডিহ প্রচুর মানুষ বেড়াতে যান। আসানসোল, চিত্তরঞ্জন হয়ে ট্রেনটি যাবে, ফলে প্রচুর যাত্রী আছেন যারা ছট পুজোর সময়ে যেতে চান তাদের সুবিধা হবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, প্রয়োজন হলে এই রুটে অন্য প্রান্ত থেকে স্পেশাল ট্রেন দেওয়া হবে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
দুর্গাপুজোর ছুটিতে মধুপুর বেড়াতে যাবেন? চালু হচ্ছে পুজো স্পেশাল ট্রেন! কোন সময়? জেনে নিন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement