ওলা-উবরের ভাড়া নিয়ন্ত্রণে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

Last Updated:

দুটি বা তিনটি ট্রিপের ভাড়া তুলে নেওয়া যায় এক ট্রিপেই ৷ অ্যাপ ক্যাবের চালকরা তাই বেছে নিয়েছেন সহজ রাস্তা ৷ গাড়ির বা ফোনের জিপিএস বন্ধ রাখলেই হল ৷

#কলকাতা: দুটি বা তিনটি ট্রিপের ভাড়া তুলে নেওয়া যায় এক ট্রিপেই ৷ অ্যাপ ক্যাবের চালকরা তাই বেছে নিয়েছেন সহজ রাস্তা ৷ গাড়ির বা ফোনের জিপিএস বন্ধ রাখলেই হল ৷ রাস্তায় গাড়ি থাকলেও কোম্পানি জানতেই পারবে না ৷ গাড়ি কম, এই অজুহাত চড়া সার্জ নেওয়ার সুযোগ ৷ যার জেরে নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদের ৷ তাই এবার ওলা উবরের ভাড়া নিয়ন্ত্রণে জনস্বার্থ মামলা দায়ের করা হল হাইকোর্টে ৷
ওলা-উবরের ভাড়া নিয়ন্ত্রণে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে ৷ সেই মামলাতেই অবিলম্বে সার্জচার্জ বাতিলের দাবি করা হয়েছে ৷ বেশিরভাগ ক্ষেত্রেই পিক আওয়ারে চাওয়া হয় অতিরিক্ত ভাড়া ৷ গাড়ির বা ফোনের জিপিএস বন্ধ রেখে চাওয়া হয় অতিরিক্ত ভাড়া ৷ এবার সেই অতিরিক্ত ভাড়া বনধের দাবি জানিয়েই হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে ৷ সেই মামলায় ওলা-উবরকে পরিবহণ আইনে আনারও দাবি জানানো হয়েছে ৷ সেই পরিবহণ আইন অনুযায়ীই, সারাদিন একই ভাড়া রাখার দাবি জানানো হয়েছে ৷ আগামী শুক্রবার সেই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে ৷
advertisement
advertisement
ঘড়িতে সকাল ১০টা। ধরুন আপনি দাঁড়িয়ে সেক্টর ফাইভের কলেজ মোড়ে। যাবেন ধর্মতলা। অ্যাপ ক্যাবে ভাড়া দেখাল ৭০০ টাকা। এমনিতে ২৫০-র বেশি হওয়ার কথা নয়। তা হলে বাড়তি ভাড়া কেন? রাস্তায় গাড়ি নেই তো? সার্জ চার্জ লাগবে না !
advertisement
সেক্টর ফাইভে গাড়ি ছিল না, এমনটা কিন্তু মোটেও নয়। গাড়ি ছিল। খালি জিপিএসটা বন্ধ করা। তাই অ্যাপে গিয়ে আপনি গাড়ির দেখা পাননি। সেই অজুহাতে ক্যাব সংস্থাও আড়াইগুণ ভাড়া হেঁকেছে। জিপিএস বন্ধ করে রেখে এভাবেই ক্যাবের ভাড়া বাড়ানোর খেলায় নেমেছেন কিছু ক্যাব চালক। একটা ট্রিপ করেই দুটো বা তিনটে ট্রিপের রোজগার। সঙ্গে ইনসেনটিভ। দিনের একটা বড় সময়ে এভাবেই জিপিএস বন্ধ রাখছে বেশ কিছু ক্যাব চালক।
বাংলা খবর/ খবর/কলকাতা/
ওলা-উবরের ভাড়া নিয়ন্ত্রণে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement