চেয়েছিলেন কন্যাসন্তান ! রাগে-ক্ষোভে ১০ মাসের পুত্রসন্তানকে খুন করলেন মা

Last Updated:

ইচ্ছে ছিল কন্যাসন্তানের ৷ কিন্তু সেই ইচ্ছের পরিণতি এতটা নির্মম হতে পারে ৷ তা হয়তো কল্পনাও করতে পারেননি কেউ ৷

#ঔরঙ্গাবাদ: ইচ্ছে ছিল কন্যাসন্তানের ৷ কিন্তু সেই ইচ্ছের পরিণতি এতটা নির্মম হতে পারে ৷ তা হয়তো কল্পনাও করতে পারেননি কেউ ৷ কন্যাসন্তান না হওয়ার ক্ষোভে নিজের ১০ মাসের ছেলেকে জলে ডুবিয়ে খুন করল মা ৷ এমনই নৃশংস ঘটনা ঘটেছে ঔরঙ্গাবাদে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে ৷
ঘটনার সূত্রপাত গত শুক্রবার ৷ ১০ মাসের ছেলেকে নিয়ে বাড়িতে একাই ছিলেন অভিযুক্ত মহিলা ৷ সেই সময়ই নিজের ১০ মাসের ছেলেকে খুনের পরিকল্পনা করে সে ৷ প্রথমে গলা টিপে খুন করে ৷ তারপর খুনের দায় এড়াতে কুয়োর মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয় শিশুটিকে ৷ এরপর যাতে সন্দেহ না হয় কারোওর ৷ সেজন্য থানায় গিয়ে ছেলেকে খুঁজে না পাওয়ার জন্য লিখিত অভিযোগও জানায় সে ৷ এরপরই ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে এই ভয়ঙ্কর তথ্য ৷
advertisement
advertisement
ঘটনার তদন্তে নেমে বাড়ির উঠোনে থাকা কুয়োর মধ্যে থেকে ওই শিশুটির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ৷ কুয়োর ভিতরে শিশুটির পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ জেরার সময়ই সে কন্যাসন্তান না থাকার ক্ষোভ প্রকাশ করেছেন বারবার ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চেয়েছিলেন কন্যাসন্তান ! রাগে-ক্ষোভে ১০ মাসের পুত্রসন্তানকে খুন করলেন মা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement