আগামী মাসেই শাসকদলের একাধিক নেতা মন্ত্রী বিজেপিতে যোগ দেবেন, দাবি দিলীপের

Last Updated:

ফের উস্কানিমূলক মন্তব্য ৷ এবার দলীয় কর্মীদের ‘টিট ফর ট্যাট’-র নিদান দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রীকেও আগাম হুঁশিয়ারি দিলেন তিনি ৷

#কলকাতা: ফের উস্কানিমূলক মন্তব্য ৷ এবার দলীয় কর্মীদের ‘টিট ফর ট্যাট’-র নিদান দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রীকেও আগাম হুঁশিয়ারি দিলেন তিনি ৷ দিলীপের দাবি, আগামী মাস থেকে শাসকদলের অনেক হেভিওয়েট নেতা, মন্ত্রীরা বিজেপিতে যোগ দেবেন ৷ যা নাকি মমতা কল্পনাও করতে পারছেন না ৷ তবে, কারা সেই নেতা, মন্ত্রী সেই নামগুলি একেবারেই উহ্য রাখলেন দিলীপ ঘোষ ৷
সোমবার সাংবাদিকদ সম্মেলনে দিলীপ ঘোষ বলেন,
ভয়ঙ্কর সময় আসছে। সে দিনটা আর খুব বেশি দূরে নেই যেদিন আপনাদের বাড়িতে বসে উন্নয়নের স্বাদ পাইয়ে দেব। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করার সুযোগ পাবেন না ৷ আমরা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাব ৷ বুঝেছি, এ রাজ্যে রাজনীতি করতে হলে টিট ফর ট্যাট করতে হবে ৷ আগামী মাস থেকে দলে যোগ দেবার হিড়িক পড়ে যাবে। এমন অনেক নেতা, মন্ত্রী বিজেপিতে যোগ দেবে যা দেখে মমতার হার্ট অ্যাটাক হয়ে যাবে
advertisement
advertisement
আসন্ন লোকসভা নির্বাচনে নিজেদের ক্ষমতা আরও শক্তিশালী করতে আঁটোসাঁটো ভাবে রাজনীতির ময়দানে নামছে বিজেপি ৷ সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে দ্বিতীয় শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে বিজেপি ৷ শাসক দলের সঙ্গে ভোটের ব্যবধান বিশাল হলেও বেশ কয়েকটি জেলায় শাসক দলকে হারিয়ে নিজেদের ক্ষমতা জোরদার করে বিজেপি ৷ লোকসভা নির্বাচনের আগে সেই জয়কে হাতিয়ার করেই শাসক দলকে বিপাকে ফেলতেই নয়া রণনীতি নিচ্ছে বিজেপি ৷ এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷
advertisement
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে জঙ্গলমহলের তিন জেলা বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে শাসকদলের ফলাফল আশানুরূপ হয়নি । বিশেষ করে পুরুলিয়াতে এই মুহুর্তে শাসকদলের প্রধান বিরোধী ভারতীয় জনতা পার্টির সাফল্যের পরেই নড়েচড়ে বসে রাজ্যের শাসক দল ৷ দিলীপ ঘোষ এদিন পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে বিজেপির জেতার প্রসঙ্গও টেনে আনেন ৷ বলেন,
২০১৯ সালের লোকসভা ভোটে উত্তরবঙ্গ আর জঙ্গলমহলে তৃণমূলকে খাতা খুলতে দেব না ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আগামী মাসেই শাসকদলের একাধিক নেতা মন্ত্রী বিজেপিতে যোগ দেবেন, দাবি দিলীপের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement