Presidency University: হস্টেল খোলার দাবিতে তুমুল বিক্ষোভ, তালা ভেঙে হস্টেলে ঢুকলেন ছাত্রীরা

Last Updated:

Presidency University: যবে থেকে করোনা অতিমারির কারণে লকডাউন শুরু হয়েছিল, তবে থেকে এখানে হস্টেল পরিষেবা বন্ধ ছিল।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত ছাত্রীরা। নিজস্ব চিত্র
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত ছাত্রীরা। নিজস্ব চিত্র
#কলকাতা: ফের শিরোনামে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University)। ফেরও নতুন করে উঠল হস্টেল ইস্যু। তবে এ বার হিন্দু হস্টেল নয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সল্টলেকে অবস্থিত মেয়েদের হস্টেল খোলার দাবিতে বিক্ষোভের আঁচে উত্তপ্ত রইল সল্টলেক চত্ত্বর। শেষে হস্টেলের গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে গেলেন পড়ুয়ারা।
সল্টলেকের বিএফ ব্লক, অর্থাৎ সুইমিং পুলের কাছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) ছাত্রীদের একটি হস্টেল রয়েছে। যবে থেকে করোনা অতিমারির কারণে লকডাউন শুরু হয়েছিল, তবে থেকে এখানে হস্টেল পরিষেবা বন্ধ ছিল। এর পর ধীরে ধীরে অতিমারির প্রকোপ কমেছে। সরকারি নির্দেশেই খুলে গিয়েছে স্কুল, কলেজ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই। কিন্তু পড়ুয়াদের দাবি, কোনও একটি কারণে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে হস্টেল।
advertisement
advertisement
পড়ুয়াদের তরফ থেকে দাবি করা হয়েছে, এর আগেও কর্তৃপক্ষকে এই বিষয়ে চিঠি দিয়ে জানিয়েছিল পড়ুয়ারা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। কর্ণপাত করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত সোমবার বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। তার পর উত্তেজনা চরমে ওঠে যখন ছাত্রীরা তালা ভেঙে বিশ্ববিদ্যালয়ের (Presidency University) হস্টেলে প্রবেশ করে।
advertisement
বিক্ষোভরত পড়ুয়ারা জানিয়েছে, আমাদের অফলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে, আমাদের রোজই বিশ্ববিদ্যালয়ে যেতে হচ্ছে। আমাদের থাকার কোনও জায়গা নেই। আমাদের হস্টেলে প্রবেশ করা ছাড়া আর কোনও উপায় নেই। আমরা বারবার ডিনের কাছে আবেদন করেছি, কিন্তু কোনও স্পষ্ট উত্তর আমাদের দেওয়া হয়নি। বারবার কথা হবে, আমরা চালু করব, কিন্তু কাজে কিছুই হয়নি। আমরা কোনও সমাধান না পাওয়াতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
advertisement
Anup Chakrabarty
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Presidency University: হস্টেল খোলার দাবিতে তুমুল বিক্ষোভ, তালা ভেঙে হস্টেলে ঢুকলেন ছাত্রীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement