Manik Bhattacharya: দেশে-বিদেশে মানিক ভট্টাচার্যের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Last Updated:

Manik Bhattacharya: বলা হয়েছে, ৫ লক্ষ টাকা জরিমানা না দিলে মানিকের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা থাকবে৷

মানিক ভট্টাচার্য
মানিক ভট্টাচার্য
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্যের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির দেশে-বিদেশে ছড়িয়ে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হল হাইকোর্টের তরফ থেকে৷ সোমবার তদন্তকারী সংস্থাকে স্পষ্ট নির্দেশ দিয়ে এ কথা জানাল আদালত৷
এই ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে৷ গত ২৫ জানুয়ারি প্রাক্তন পর্ষদ সভাপতিকে ৫ লক্ষ টাকা জরিমানা করে আদালত৷ সেই জরিমানা সময়ে না জমা দেওয়ার জন্যই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত৷ আদালত বলেছে, ৫ লক্ষ টাকা জরিমানা জমা না করলে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত থাকবে৷ কেন সেই জরিমানা করেছিল আদালত?
advertisement
advertisement
২০১৭ সালের টেট পরীক্ষার্থী সাহিলা পারভিন তথ্যের অধিকার আইনে ওএমআর শিট চেয়ে আবেদন করেন৷ নির্ধারিত টাকা দিয়েই তিনি সেই আবেদন করেছিল৷ তাঁর অভিযোগ, যথাযথ ওএমআর শিট তাঁকে দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ সেই কারণেই তৎকালীন পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা করে আদালত৷ নির্দেশের দু’সপ্তাহের মধ্যে জরিমানা জমা করার কথা বলা হয়৷
advertisement
সেই টাকা জমা না দেওয়ার কারণেই নতুন করে এই নির্দেশ দিয়েছে আদালত৷ বলা হয়েছে, ৫ লক্ষ টাকা জরিমানা না দিলে মানিকের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা থাকবে৷ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ জেলবন্দি মানিকের কাছে পৌঁছে দেওয়ার কথাও বলেছে হাইকোর্ট৷
Arnab Hazra
বাংলা খবর/ খবর/কলকাতা/
Manik Bhattacharya: দেশে-বিদেশে মানিক ভট্টাচার্যের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement