Manik Bhattacharya: দেশে-বিদেশে মানিক ভট্টাচার্যের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Last Updated:

Manik Bhattacharya: বলা হয়েছে, ৫ লক্ষ টাকা জরিমানা না দিলে মানিকের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা থাকবে৷

মানিক ভট্টাচার্য
মানিক ভট্টাচার্য
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্যের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির দেশে-বিদেশে ছড়িয়ে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হল হাইকোর্টের তরফ থেকে৷ সোমবার তদন্তকারী সংস্থাকে স্পষ্ট নির্দেশ দিয়ে এ কথা জানাল আদালত৷
এই ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে৷ গত ২৫ জানুয়ারি প্রাক্তন পর্ষদ সভাপতিকে ৫ লক্ষ টাকা জরিমানা করে আদালত৷ সেই জরিমানা সময়ে না জমা দেওয়ার জন্যই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত৷ আদালত বলেছে, ৫ লক্ষ টাকা জরিমানা জমা না করলে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত থাকবে৷ কেন সেই জরিমানা করেছিল আদালত?
advertisement
advertisement
২০১৭ সালের টেট পরীক্ষার্থী সাহিলা পারভিন তথ্যের অধিকার আইনে ওএমআর শিট চেয়ে আবেদন করেন৷ নির্ধারিত টাকা দিয়েই তিনি সেই আবেদন করেছিল৷ তাঁর অভিযোগ, যথাযথ ওএমআর শিট তাঁকে দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ সেই কারণেই তৎকালীন পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা করে আদালত৷ নির্দেশের দু’সপ্তাহের মধ্যে জরিমানা জমা করার কথা বলা হয়৷
advertisement
সেই টাকা জমা না দেওয়ার কারণেই নতুন করে এই নির্দেশ দিয়েছে আদালত৷ বলা হয়েছে, ৫ লক্ষ টাকা জরিমানা না দিলে মানিকের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা থাকবে৷ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ জেলবন্দি মানিকের কাছে পৌঁছে দেওয়ার কথাও বলেছে হাইকোর্ট৷
Arnab Hazra
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Manik Bhattacharya: দেশে-বিদেশে মানিক ভট্টাচার্যের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement