Baghajatin building collapse: দু দিন ধরে গা ঢাকা, অবশেষে গ্রেফতার বাঘাযতীনের হেলে পড়া বহুতলের প্রমোটার! কোথায় লুকিয়ে ছিলেন?
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
মঙ্গলবার বাঘাযতীনের ওই বহুতল হেলে পড়ার পরই গা ঢাকা দিয়েছিলেন প্রমোটার সুভাষ রায়৷
কলকাতা: বাঘাযতীনে বহুতল হেলে পড়া কাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার হলেন অভিযুক্ত প্রমোটার সুভাষ রায়৷ দক্ষিণ চব্বিশ পরগণার বকখালির একটি হোটেল থেকে এ দিন সুভাষ রায়কে গ্রেফতার করে পুলিশ৷
গত মঙ্গলবার বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে হেলে পড়ে প্রমোটার সুভাষ রায়ের তৈরি করা চার তলার একটি বহুতল৷ ফলে মাথার উপরে ছাদ হারায় আটটি পরিবার৷ অভিযোগ জলা জমির উপরে নিয়ম ভেঙে বহুতল নির্মাণ করার কারণেই এই বিপত্তি ঘটে৷ শুধু তাই নয়, পুরসভাকে না জানিয়ে হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে ওই বহুতল সোজা করার কাজ করাচ্ছিলেন ওই প্রমোটার৷
advertisement
advertisement
মঙ্গলবার বাঘাযতীনের ওই বহুতল হেলে পড়ার পরই গা ঢাকা দিয়েছিলেন প্রমোটার সুভাষ রায়৷ তাঁর বাড়ি দোকান বিভিন্ন জায়গায় হানা দেয় কলকাতা পুলিশ। মোবাইল ফোন সুইচ অফ থাকায় প্রাথমিকভাবে বেগ পেতে হয় পুলিশকে। সুভাষবাবুর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই বকখালি এলাকায় সুভাষ বাবুর গতিবিধির খোঁজ পায় পুলিশ৷
advertisement
এর পরই ফ্রেজারগঞ্জ থানাকে এই খবর জানানো হয়৷ এ দিন ফ্রেজারগঞ্জ থানার পুলিশই বকখালি এলাকার ওই হোটেলে হানা দিয়ে সুভাষবাবুকে প্রথমে আটক করে পুলিশ৷ পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই তাঁকে গ্রেফতার করে নেতাজি নগর থানার পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2025 5:12 PM IST










