‘কবে পরীক্ষা ও কবে ফল প্রকাশ, এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপর ছেড়ে দেওয়া হোক’, মুখ্যমন্ত্রীকে চিঠি জুটার

Last Updated:

সরকারের তরফে নির্ধারিত সময়সীমার মধ্যে পরীক্ষা নিলেও ফল প্রকাশ করা কার্যত অসম্ভব এদিন চিঠিতে তারা জানিয়েছে অধ্যাপক সংগঠন জুটা।

#কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল ইয়ারের ছাত্র ছাত্রীদের পরীক্ষা নিতে হবে। গত সোমবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর উপাচার্যদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এর পাশাপাশি কবে পরীক্ষা নিতে হবে এবং কবে ফল প্রকাশ করতে হবে সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে উপাচার্যদের।
বৈঠকে উপাচার্যদের বলা হয়েছে ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত পরীক্ষা নিতে হবে ও ৩১ শে  অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। আর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠন বা জুটা পরীক্ষার দিন কোন ফল প্রকাশ নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে স্ব-শাসন দেওয়ার পক্ষেই সওয়াল করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনের আবেদন কবে পরীক্ষা নেওয়া হবে এবং কবে ফল প্রকাশ করতে হবে তা যেন বিশ্ববিদ্যালয়গুলির উপরে ছেড়ে দেওয়া হয়। সরকারের তরফে নির্ধারিত সময়সীমার মধ্যে পরীক্ষা নিলেও ফল প্রকাশ করা কার্যত অসম্ভব এদিন চিঠিতে তারা জানিয়েছে অধ্যাপক সংগঠন জুটা।
advertisement
তবে ইউজিসি-র জারি করা গাইডলাইনে বলা হয়েছিল সেপ্টেম্বর মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়গুলোকে চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের মূল্যায়ন করতে হবে। সেই মূল্যায়ন করতে হবে পরীক্ষা নেওয়ার মাধ্যমেই। কিভাবে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নিতে হবে তা নিয়েও পদ্ধতি জানিয়েছিল ইউজিসি। ইউটিসি সেই গাইডলাইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করলেও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পরীক্ষা না নেওয়ার আবেদন কে কার্যত খারিজ করে দিয়েছে। তার জেরেই এ রাজ্যে পরীক্ষা নিয়ে ফের তৎপরতা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায় বেরনোর আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং সায়েন্স ও কলা বিভাগের বেশিরভাগ বিষয়টি মূল্যায়ন করে প্রকাশ করে দেওয়া হয়েছিল। বিশেষত ইউজিসির গাইডলাইন জারির আগে আগেই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরও ফাইনাল ইয়ারের ছাত্র ছাত্রীদের কিভাবে মূল্যায়ন করতে হবে তা নিয়ে অ্যাডভাইজারি জারি করে। সেই অ্যাডভাইজারি কে মেনেই যাদবপুর বিশ্ববিদ্যালয় বেশিরভাগ বিষয় এর ফল প্রকাশ করে দেয়। সুপ্রিম কোর্টের রায়ের পর পর অবশ্য আবারও পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয় নতুন করে জটিলতা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের।
advertisement
advertisement
তবে পরীক্ষা নেওয়া নিয়ে জটিলতা বিশ্ববিদ্যালয়ের অন্দরে দেখা দিলেও পরীক্ষা নেওয়ার দিনক্ষণও সময়সীমা রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়ে দেওয়ার পর পর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এর পরপরই বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠন শুধুমাত্র যাদবপুর নয়, সব বিশ্ববিদ্যালয়কেই পরীক্ষার দিন কোন ফল প্রকাশ নিয়ে প্রশাসন দেওয়ার পক্ষে সওয়াল করেছে। চিঠিতে কড়া ভাষায় বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠন লিখেছে ইউডিসি জারি করা আগের গাইডলাইনে নিরিখে যাদবপুর মূল্যায়নের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু রাজ্যের অ্যাডভাইজারি জারি করার পর পর যাদবপুর সেই মূল্যায়নের ধারা বদল করে রাজ্যের অ্যাডভাইজারি মোতাবেক ফাইনাল ইয়ারের ছাত্র ছাত্রীদের মূল্যায়ন করার সিদ্ধান্ত নেয়। আর তার জেরেই সমস্যায় পড়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাই কবে পরীক্ষা এবং কবে ফল প্রকাশ তা নিয়ে স্ব-শাসন দেওয়া উচিত রাজ্যের।
advertisement
যদিও গত সোমবারের বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মৌখিকভাবে উপাচার্যদের জানিয়েছেন রাজ্য সরকার আর কোনোভাবেই কোনো অ্যাডভাইজারি দেবেনা বিশ্ববিদ্যালয়গুলিকে। শুধু তাই নয় কবে পরীক্ষা নিতে হবে এবং কবে ফল প্রকাশ করতে হবে তা নিয়েও বিশ্ববিদ্যালয়গুলোকে কোন নির্দেশিকা দেবেনা উচ্চ শিক্ষা দপ্তর। কিভাবে পরীক্ষা নিতে হবে তা বিশ্ববিদ্যালয় গুলিকেই ঠিক করতে হবে। কিন্তু বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠনের তরফ এ এই চিঠি দেওয়ার পর পর অন্ততঃ এটা স্পষ্ট বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষার ফল প্রকাশের সময় সীমা নিয়ে ফের নতুন করে এক জটিলতা তৈরি হল।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘কবে পরীক্ষা ও কবে ফল প্রকাশ, এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপর ছেড়ে দেওয়া হোক’, মুখ্যমন্ত্রীকে চিঠি জুটার
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement