ফের প্রকাশ্যে এল বেসরকারি হাসপাতালের অনৈতিক ব্যবসার ছবি
Last Updated:
বুধবার বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। তারই পরপরই সামনে এল আরও এক বেসরকারি হাসপাতালের অনৈতিক ব্যবসার ছবি।
#কলকাতা: বুধবার বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। তারই পরপরই সামনে এল আরও এক বেসরকারি হাসপাতালের অনৈতিক ব্যবসার ছবি। অস্বাভাবিক দামে স্টেন্ট কিনতে বাধ্য করেছে নামী হাসপাতাল। প্যাকেজের দামও একলাফে বেড়ে গিয়েছে ৭০ শতাংশ। কেন প্যাকেজের বাইরে দাম নেওয়া হল? কেনই বা কমল না স্টেন্টের দাম? ইটিভি নিউজ বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট
বুধবার টাউনহলে মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগটাই ফিরে এল যেন ৷ একই অভিজ্ঞতার সাক্ষী চক্রবর্তী পরিবার। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলে প্রীতি চক্রবর্তী। বিএম বিড়লা হাসপাতাল জানিয়েছিল, প্যাকেজের খরচ ১ লক্ষ ৭০ টাকা টাকা। তাই শেষ পর্যন্ত ঠেকল ৩ লাখে।
স্টেন্ট থেকে শুরু করে ওষুধ, চিকিৎসকের ফি থেকে বাড়তি পরিষেবার অজুহাতে টাকা নেওয়া - বাদ যায়না কোনও ফন্দি ফিকিরই।
advertisement
advertisement
ড্রাগ ইমুলেটিং স্টেন্টের দাম ১০ থেকে ২০ হাজার
বেয়ার মেটাল স্টেন্ট ২৫ থেকে ৮০ হাজার টাকা
ডিলারদের থেকে স্টেন্ট কেনে হাসপাতাল
১.২০ লক্ষ থেকে দেড় লক্ষ টাকায় বিক্রি রোগীদের
৫ থেকে ৬ গুণ দাম নেয় হাসপাতাল
advertisement
১ লক্ষ ২২ হাজার টাকা ৷ প্রীতিদেবীর ক্ষেত্রেও স্টেন্টের দাম বাবদ এই টাকায় নিয়েছে বিএম বিড়লা। সঙ্গে আরও একগুচ্ছ বাড়তি খরচ ৷ ক্যাথল্যাব ১ লক্ষ ২০ টাকার টাকা ৷
বিশেষজ্ঞ চিকিৎসকের ফি ২৪ হাজার টাকা ৷
বিএম বিড়লার তুঘলকি আচরণে আইনী ব্যবস্থার পথে হাঁটার ভাবনা সদ্য হাসপাতাল থেকে বাড়ি ফেরা প্রীতির। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য উদ্যোগে কিছুটা হলেও আশার আলো দেখছেন তিনি।
advertisement
রিপোর্ট: শঙ্কু সাঁতরার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 24, 2017 8:59 AM IST