এবার মেট্রোর লাইনে ফাটল! বড় বিপদ থেকে বাঁচালেন চালক, ভোগান্তি যাত্রীদের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Kolkata metro: রবিবারে মেট্রো রেল বাঁচল বড় বিপদ থেকে। যাত্রীদের ভোগান্তির শেষ নেই।
কলকাতা: রবিবার কলকাতা মেট্রোয় বিপত্তি। ময়দান মেট্রো স্টেশনে লাইনে ফাটল দেখা যায়। যার জেরে এই মুহূর্তে মেট্রো পরিষেবা ব্যাহত।
ময়দান মেট্রো সেকশন বন্ধ রয়েছে। টালিগঞ্জ থেকে কবি সুভাষ, পাশাপাশি গিরিশ পার্ক থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল করছে। মেট্রো যাত্রীদের রিটার্ন স্লিপ দিয়ে স্টেশন খালি করার অনুরোধ করা হচ্ছে ময়দান মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। দুপুর ৩টে বেজে ১৫ মিনিট থেকেই মেট্রো পরিষেবা বন্ধ বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- ‘এবার আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কোনও আসনে জিততে পারবে না’ তোপ সুকান্তের
রবিবার দুপুর নাগাদ ময়দান এবং পার্ক স্ট্রিট স্টেশনের মাঝের লাইনে অস্বাভাবিক শব্দ শুনতে পান চালক। এর পরই মেট্রো রেল আধিকারিক এবং কর্মীরা তদারকি শুরু করেন। মেট্রো বিভ্রাটে সমস্যায় পড়েছেন যাত্রীরা। কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে লাইনের সমস্যা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2023 5:52 PM IST