Priyanka Tibrewal on Babul Supriyo| 'বোনের বিরুদ্ধে প্রচার করবে না...', ভবানীপুরে বাবুল ধাক্কা সামলাতে মরিয়া প্রিয়াঙ্কা
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Priyanka Tibrewal on Babul Supriyo| দীর্ঘ কয়েক ঘণ্টার নীরবতা ভেঙে বাবুল সুপ্রিয় প্রসঙ্গে অবশেষে আজ মুখ খুললেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
#কলকাতা: গেরুয়া শিবিরের তাঁর পরিচিতি ছিল বাবুল সুপ্রিয়র আইনজীবী হিসেবে। বাবুল মন্ত্রী হওয়ার পরেই বিজেপিতে আসা। সেই বাবুলই আজ দলত্যাগী। ভবানীপুরের নির্বাচনের আগে তৃণমূল দাবার বোর্ডের যে দান দিয়েছে তাকে স্যাককরার ঠুকঠাকের বদলে কামারের এক ঘা বলা যায়। ক্লাইম্যাক্স নিয়ে দীর্ঘ কয়েক ঘণ্টার নীরবতা ভেঙে অবশেষে আজ মুখ খুললেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal on Babul Supriyo)। সম্পর্ককে সামনে রেখেই নির্বাচনটা উতরে দিতে চাইছেন তিনি।
আজ প্রিয়াঙ্কা ভবানীপুরে প্রচারের সময় বলেন, "বাবুল বোনের বিরুদ্ধে প্রচার করবে বলে মনে হয় না।" অর্থাৎ রাজনৈতিক অভিপ্রায় নয়, বরং ব্যক্তিগত সম্পর্ককেই সামনে রাখছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল যে সম্পর্কের জেরে বাবুল সুপ্রিয়ই নাকি তাঁকে একসময় রাজনীতিতে নামিয়েছিলেন।
advertisement
advertisement
এবার প্রিয়াঙ্কা ভোটে দাঁড়ানোর পর পরই তাকে শুভেচ্ছা জানান বাবুল সুপ্রিয়। সেখানেই তিনি বলেন, ব্যক্তিগত আইনজীবীকে একদা তিনিই উৎসাহিত করেছিলেন রাজনীতিতে আসার জন্য। ততদিনে অবশ্য দল সম্পর্কে বীতরাগ বাবুল। কিন্তু নাছোড় বিজেপি বাবুলকে ছাড়তে চাইছিল না পুরোপুরি। প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর সম্পর্ককে সামনে রেখেই তারকা প্রচারক হিসেবে বাবুলের নাম তালিকায় রেখেছিল বিজেপি। কিন্তু আগ্রহ দেখাননি বাবুল। তবে সেই অনাগ্রহ যে তৃণমূল গমনের সূচক, এ কথাও ধারণা করতে পারেনি কেউই। এ কথা ঠিক ব্যক্তিগত সম্পর্কে মালিন্য আনেননি বাবুল। শুভেচ্ছায় কোনও অসূয়া ছিল না।
advertisement
Life is not always about winning or losing - it more about having the grit to fight a tough battle PS: Have always introduced Bright Youngsters to the Party&hv strongly backed them•Very confident they wil make @BJP4India proud in the years to come @AmitShah @JPNadda @BJP4Bengal pic.twitter.com/1o4ScPzr7q
— Babul Supriyo (@SuPriyoBabul) September 10, 2021
advertisement
তাই আজ তাঁর বিদায়বেলায় প্রিয়াঙ্কা সেই সম্পর্ককেই সামনে রাখছেন। কিন্তু তাতে কি চিঁড়ে ভিজবে? ভবানীপুরে বাবুল পা রাখা মানে বিজেপির ভোটযাত্রা ফিকে হওয়া, কথা মানবে বহু রাজনীতিবিদই। বাবুল কি সেই কাজ করবেন? বাবুলের যুক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউকে লাগে না। তিনি একাই একশো। কিন্তু দল বললে তিনি প্রচারে যাবেন ভবানীপুরে একথাও জানিয়েছেন। অন্য দিকে প্রিয়াঙ্কা বলছেন, মনে হয় বাবুল সুপ্রিয় আসবেন না। মনে তো কত কিছুই হয়, সে কথা কি ফলে? দেখা যাক....
advertisement
রিপোর্টার-সুশোভন ভট্টাচার্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 19, 2021 9:33 AM IST