Dilip Ghosh on Babul Supriyo| 'বাবুল সুপ্রিয় পলিটিক্যাল ট্যুরিস্ট...' দলত্যাগ প্রশ্নে একের পর এক বোমা ফাটালেন দিলীপ ঘোষ

Last Updated:

Dilip Ghosh on Babul Supriyo| আজ রবিবাসরীয় সকালে অবশ্য দিলীপ ঘোষকে অনেক হালকা মেজাজে দেখা গেল। অবশেষে মন্তব্য করলেন বাবুলের দলত্যাগ নিয়ে।

একদা বাবুলের গানে তাল ঠুকেছিলেন। আজ ঝেড়ে ফেলতে চাইছেন দিলীপ ঘোষ। ফাইল চিত্র
একদা বাবুলের গানে তাল ঠুকেছিলেন। আজ ঝেড়ে ফেলতে চাইছেন দিলীপ ঘোষ। ফাইল চিত্র
#কলকাতা: কোনও আগাম সংকেত না দিয়ে দল ছেড়েছেন বাবুল সুপ্রিয়। তাঁদের দুজনের সম্পর্কটা বরাবরই টলমলো  ছিল। এবার দলত্যাগী বাবুল সুপ্রিয় কে পলিটিক্যাল ট্যুরিস্ট বললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh on Babul Supriyo)। দিলীপ ঘোষের যুক্তি, বাবুল সুপ্রিয়র থাকা না থাকা লাভ-ক্ষতির বিষয়ই নয়। তাঁর কথায়, বাবুল পলিট্রিক্যাল ট্যুরিস্ট, আসবে যাবে। দলের থেকেও লাভ হয়নি, গিয়েও ক্ষতি হয়নি।
এরপর আরও একধাপ এগিয়ে বাবুল সম্পর্কে দিলীপ ঘোষ বলেন (Dilip Ghosh on Babul Supriyo), "উনি স্টার। দলের হননি কখনও। বন্ধু মানুষ। আগেও বলতাম উনি রাজনৈতিক ব্যক্তি নন। তিনি আবেগে করতেন। যা করতেন আবেগে করতেন । যেখানে গিয়েছেন ভাল ভাবে রাজনীতি করুক। শিল্পী মানুষ।"
advertisement
advertisement
বাবুলের যাওয়াকে খুব বড় করে দেখতে নারাজ দিলীপ ঘোষ। কিন্তু উপসর্গ থেকে রোগ চিনতে বা চেনাতে চাইছেন তিনি। শমীক ভট্টাচার্য যখন বলছেন, বাংলার মানুষ আয়ারাম গয়ারাম রাজনীতি পছন্দ করে না, দিলীপ সরাসরি প্রশ্ন শীর্ষনেতৃত্বকেই। শনিবার সন্ধ্যাতেই বাবুল সুপ্রিয়র নাম না নিয়ে বলেন (Dilip Ghosh on Babul Supriyo), যারা মুখ্যমন্ত্রী বা মন্ত্রী হতে হতে এসেছিলেন তাঁরা কোথায় গেলেন এই প্রশ্ন শীর্ষ নেতাদের করে এসেছি।
advertisement
আজ রবিবাসরীয় সকালে অবশ্য দিলীপ ঘোষকে অনেক হালকা মেজাজে দেখা গেল। এই প্রথমবার ভবানীপুরে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারেও এলেন। দুজনেই একসাথে ঘুরে ঘুরে প্রচার করলেন। দিলীপ ঘোষ বোঝাতে চাইলেন বাবুল সুপ্রিয়র যাওয়ায় দলের কোনও ক্ষতি হবে না।
কিন্তু বাবুলকে তো তারকা প্রচারক করেছিল দল! গোটা বিজেপি দলটাই আপাতত ভবানীপুর উপনির্বাচনের আগে বাবুল সুপ্রিয় সংক্রান্ত এই অপ্রিয় সত্যকে কার্যত এড়িয়ে যেতে চাইছেন।  কেউ একটু চড়া সুরে তাঁর বিরুদ্ধে তোপ দাগলেন, কেউ অনেকটাই নরম। যেমন স্বপন দাশগুপ্ত বাবুলের চলে যাওয়াটা বড় ক্ষতি বলেই মনে করছেন। দিলীপ ঘোষ চাইছেন, নিচুতলার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে। তাঁর কথায়, "বাবুল সুপ্রিয় সাংসদ মন্ত্রী হয়েছিলেন। মাথায় করে নাচা হয়েছে, দল ছেড়ে যাচ্ছেন তাই খবর হচ্ছে। মার খেয়েছে তাদের নিয়ে কোনও খবরই নেই।"
advertisement
-রিপোর্টার- সুশোভন ভট্টাচার্য
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh on Babul Supriyo| 'বাবুল সুপ্রিয় পলিটিক্যাল ট্যুরিস্ট...' দলত্যাগ প্রশ্নে একের পর এক বোমা ফাটালেন দিলীপ ঘোষ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement